Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- যোগী রাজ্যে ধরাশায়ী বিরোধীরা ! প্রায় তিন দশক পর উত্তর প্রদেশের সহকারী গ্রাম বিকাশ ব্যাঙ্কে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের পরিবারের দুর্গ ভেঙে পড়ল। গত ১৯৯৯ সালের বিজেপির শাসনকাল বাদ দিয়ে , ১৯৯১ থেকে ২০২০ এর এপ্রিল পর্যন্ত গ্রাম বিকাশ ব্যাঙ্কে মুলায়ম সিং যাদবের পরিবার বা সমাজবাদী পার্টির কবজা ছিল। এটা প্রথমবার হল ইন্দ্র পতন। সেখানে ৩২৩ টি শাখার মধ্যে মাত্র ১৯ টি তেই বিরোধীরা জিততে সক্ষম হল। বাকি ২৯৩ আসনে বিপুল ভাবে বিজেপি জয় জয়কার করে তুলেছে।
উত্তরপ্রদেশে সমবায় রাজনীতির শীর্ষ নেতা বলে পরিচিত মুলায়মের ভাই শিবপাল যাদব এবং তাঁর স্ত্রী তাদের আসন ধরে রাখতে পেরেছেন। কিন্তু পূর্ব থেকে পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত, মুলায়ম পরিবার অথবা অন্য কোনও বিরোধীরা টিকতে পারেনি। এবার সমবায় গ্রাম বিকাশ ব্যাঙ্কের সভাপতি আর উপ সভাপতি পদে এবার বিপুল ভাবে জিতে বিজেপির কবজা হয়ে গিয়েছে। রাজধানী লখনৌতে গ্রাম্য বিকাশ ব্যাঙ্কের সভাপতি পদে সন্তরাজ যাদব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
আরো পড়ুন :- মনের মত চাকরি পেতে চান ? মেনে চলুন কিছু টিপস
উলেখ্য উপ সভাপতি পদের বিজেপি প্রাথী কেপি মালিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রধান দুটো আসনেই বিজেপির কবজা হয়েছে। আগামী ২০২২সালে উত্তর প্রদেশে বিধানসভার নির্বাচন হতে চলেছে। আর তার জন্য বিভিন্ন দল সেই নির্বাচনের প্রস্তুতি সেরে নিতে চেষ্টা করছে। তবে সমবায় নির্বাচনে বিজেপির এই বিশাল জয় বিরোধী শিবিরে বিশাল বড় ঝটকা লাগলো।
Highlights
1. যোগী রাজ্যে ধরাশায়ী বিরোধীরা !
2. বিরোধী শিবিরে বিশাল বড় ঝটকা লাগলো
#BJP #SP #BSP #RLD