Bangla News Dunia, অজয় দাস :- কয়েকদিন আগেই রাজ্যেই দুই বড় নেতা তৃণমুল ছেড়ে বিজেপিতে গেছেন একজন শুভেন্দু অধিকারী ও অন্য জন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার তাদের পথেই হাঁটতে পারেন রাজ্যের আরো দুই শীর্ষ নেতা। একজন দক্ষিণ কলকাতার আর একজন দক্ষিণবঙ্গের।
এই নেতাদের সাথে বিজেপির শীর্ষ নেতাদের কথা বার্তা চলছে। মূলত শোভন চট্টোপাধ্যায় এর হাত ধরে এই নেতারা বিজেপিতে প্রবেশ করতে পারেন। দক্ষিণ কলকাতার যেই নেতা বিজেপিতে যোগদান করতে পারেন। তার বিরুদ্ধে খোদ সেখানকার কাউন্সিলররা সরব হয়েছিলেন।
আরো পড়ুন :- ফের একবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি , পাখির চোখ ২০২১
তার কাজে সন্তুষ্ট নন সেখানকার কাউন্সিলররা। সেখানকার কাউন্সিলররা তৃণমুলের শীর্ষ নেতাদের কাছে তার ব্যাপারে অভিযোগ জানান। স্বভাবতই সেই নেতা বুঝতে পারেন যে এবার তিনি তৃণমুল থেকে টিকিট পারেন। তাই আগে থেকেই তিনি যাতে ওই এলাকায় বিজেপির হয়ে টিকিট পান তার ব্যবস্থা করতে চলেছেন। সেই এলাকার লোকের কাছে তিনি একটি উজ্জ্বল ভাব মূর্তি রাখেন। তাই ওই এলাকায় বিজেপির হয়ে ভোটে লড়লে তিনি জিততে পারেন। কিন্তু তৃণমুলের থেকে লড়লে তার বিরুদ্ধে সেখানকার কাউন্সিলাররাই রুখে দাঁড়াতে পারেন।
এছাড়া দক্ষিণবঙ্গের যেই নেতা বিজেপির শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করে চলেছেন। তার সাথে ওই জেলার তৃণমুলের সভাপতির সাথে আদায় – কাচঁকলায়। ২০১৯ এর লোকসভা ভোটে ওই নেতার বিধানসভা এলাকায় বিজেপি ভালো ব্যাবধানে এগিয়ে ছিল। সেই কথা মাথায় রেখেই নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে বিজেপিতে যোগদান করতে পারেন তিনি।
আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে ” ব্যারাকপুর ” লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন !