Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- লাদাখের প্রথম নির্বাচনেই জয়জয়কার বিজেপির ! কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর প্রথম লাদাখে আজ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিল লেহ এর বিশেষ নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে। সেখানে মোট ২৬ টি আসনে ভোট গণনা শুরু হয়েছে। আর তার মধ্যে কিছু সিটের ফলাফল সামনে আসতে শুরু করেছে। আর এখনো পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী বিজেপি ১০ টি আসনে জয় হাসিল করে নিয়েছে , বিরোধী কংগ্রেস ২টি আসনে আর নির্দলীয় প্রার্থী ২টি আসনে জয়লাভ করেছে। আর বাকি অন্য সব আসন গুলোর গণনা হচ্ছে।
প্রসঙ্গত , গত বছর ৩৭০ ধারা বাতিলের পর লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর এই প্রথমবার সেখানে নির্বাচন অনুষ্ঠিত হল। প্রথমে অনেক দলই সেই নির্বাচন বহিস্কার করেছিল, কিন্তু এক প্রতিনিধি মন্ডল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর সাথে সাক্ষাৎ করে নির্বাচন সম্পন্ন করার কথা বলেন। স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিল নির্বাচনে প্রথমবার ভোট গ্রহণের জন্য EVM ম্যাশিনের ব্যবহার হয়।
আরো পড়ুন :- লাভ জিহাদের শাস্তি মৃত্যুদণ্ড ! ঘোষণা অসমের মন্ত্রীর
এই মাসের ২৩ তারিখ ভোট গ্রহণ করা হয়েছিল। সেখানে ৫৪ হাজারেরও বেশি মানুষ এই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ছিলেন। বিজেপি আর কংগ্রেস সমস্ত ২৬ টি আসনেই প্রার্থী দিয়েছে। অরবিন্দ কেজরিবালের আম আদমি পার্টি ১৯ টি আসনে প্রার্থী দিয়েছিল। এছাড়াও ২৩ জন নির্দলীয় প্রার্থী ছিলেন। তবে অনুকূল ফলাফল বিজেপির দিকে যাচ্ছে ।
Highlights
1. লাদাখের প্রথম নির্বাচনেই জয়জয়কার বিজেপির !
2. স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিল নির্বাচনে প্রথমবার ভোট গ্রহণের জন্য EVM ম্যাশিনের ব্যবহার হয়
#লাদাখ #BJP