লাভ জিহাদ করলে ধ্বংস করে দেবো ! হুঁশিয়ারি শিবরাজ চৌহানের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- লাভ জিহাদ করলে ধ্বংস করে দেবো ! সংবাদ সংস্থা ANI অনুযায়ী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকার সবারই, সমস্ত ধর্ম সমস্ত জাতীর সরকার। কোনও বৈষম্য নেই, কিন্তু কেউ যদি আমাদের মেয়েদের সাথে ঘৃণ্য কোনও কাজ করে, তাহলে তাদের ভেঙে দেব। যদি কেউ ধর্ম পরিবর্তনের পরিকল্পনা বানায় বা লাভ জিহাদের মতো কিছু করতে চায়, তাহলে সে বা তারা ধ্বংস হয়ে যাবে।

প্রসঙ্গত মধ্যপ্রদেশে বিজেপির নেতৃত্বাধীন সরকারের তরফ থেকে লাভ জিহাদের বিরুদ্ধে বিশেষ বিলের খসড়া তৈরি করার কিছুদিন পর সামনে এসেছে। সরকারের সেই বিলে ধর্মপরিবর্তন করার উদ্দেশ্যে বিয়ে করার বিরুদ্ধে ১০ বছরের সাজার নিদান আছে। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, মধ্যপ্রদেশে ধর্ম লুকিয়ে কারোর সাথে প্রতারণা করে বিয়ে করলে ১০ বছরের সাজা হবে। সেই কাজে সাহাজ্য করা সংস্থার লাইসেন্স ক্যান্সেল করারও কথা বলা হয়েছে। কোনো আবেদন ছাড়া ধর্মপরিবর্তন করা ধর্মগুরুদের ৫ বছরের সাজার কথা বলা হয়েছে।

আরো পড়ুন :- বঙ্গ জয়ে মরিয়া বিজেপি ! দায়িত্বে ৫ কেন্দ্রীয় নেতা

প্রসঙ্গত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রা পুলিশ আর আইন বিভাগের আমলাদের সাথে বিশেষ বৈঠক করেছেন। এই রকম বিয়ে করানো ধর্ম গুরু, কাজী বা মৌলবীদের ৫ বছরের সাজা হতে পারে। তাদের লাইসেন্স ও বাতিল করার কথা বলা হয়েছে। ধর্মপরিবর্তন আর জোর করে বিয়ের অভিযোগ স্বয়ং নির্যাতিতা, মা-বাবা, পরিজন আর অভিভাবক দ্বারা করা যেতে পারে। এই অপরাধ জামিন অযোগ্য ধারায় দাখিল হবে।

Highlights

1. লাভ জিহাদ করলে ধ্বংস করে দেবো !

2. পরাধ জামিন অযোগ্য ধারায় দাখিল হবে

#MP #LAW

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন