সদলবলে অমিত শাহের সভার উদেশ্যে রওনা তৃণমুল বিধায়কের : সূত্র

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla Nes Dunia, অজয় দাস :- আজ মেদিনীপুরে জনসভা করতে আসছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মনে করা হচ্ছে সেই সভাতেই অমিত শাহের সাথে একই কপ্টারে সভাস্থলে পৌঁছবেন শুভেন্দু অধিকারী। এমনকি অমিত শাহের হাত ধরে বিজেপিতে প্রবেশ করতে পারেন শুভেন্দু। এমন জল্পনার মাঝেই সূত্র মারফত খবর , শুভেন্দু ঘনিষ্ট মন্তেশ্বরের তৃণমুল বিধায়ক সৈকত পাঁজা তার দলবল নিয়ে সভার উদেশ্যে রওনা দিয়েছে।

আরো পড়ুন :- আবারও এক বিরাট ভাঙন তৃণমূলে ! বিস্তারিত পড়ুন

মনে করা হচ্ছে , তিনি গতকাল অথাৎ শুক্রবার সন্ধের সময় ভাড়া গাড়ি করে তার দলবলের সাথে সভার উদেশ্যে রওনা দিয়েছেন। তার নিজের গাড়ি না নেবার পিছনে মনে করা হচ্ছে যে , তাকে পুলিশ দিয়ে আটকে দিতে পারে তৃণমুল সরকার। তাই তিনি ভাড়ার গাড়ি করে যাচ্ছেন।

গতকাল অথাৎ শুক্রবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট তৃণমুল দলের আরো এক নেত্রী ( বিধায়ক ) বনশ্রী মাইতি ( Banadri Maity ) দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার জন্য সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি তৃনমুল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন।

আরো পড়ুন :- কাটমানির টাকা নিয়ে গিয়ে হাতেনাতে ধরা খেলো তৃণমুল নেতা , বেঁধে রাখা হলো ল্যাম্পপোস্টে

সূত্র মারফত খবর , আজ মেদিনীপুরের অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সাথে আরো কিছু তৃণমুল বিধায়ক ও নেতা বিজেপিতে যোগদান করতে চলেছেন।

Highlights :- 

১. সম্বভত আজই বিজেপিতে শুভেন্দু। 

২. বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমুলের বেশ কিছু বিধায়ক ও নেতা।

#banglanews #politicalnews #politics #bjp #tmc

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন