Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক ! কেন্দ্রের কৃষি বিল নিয়েই বনধের ডাক সারা দেশ জুড়ে। আসলে সংসদে তিনটি বিষয়ে কৃষি বিল পেশ করেছে কেন্দ্র সরকার , আর সেটাই নিয়েই এবার বিরোধ দেখা যাচ্ছে বিরোধী দলের মধ্যে। সেই বিল নিয়ে কৃষক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে। তারাও এই বনধকে সমর্থন করছে। বিল তিনটি হলো দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) বিল, দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল , ‘দি এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল।
প্রসঙ্গত আসলে এই বিলের দ্বারা কৃষক সমাজ অনেক ক্ষেত্রেই পরিবর্তন হবে। এদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানান তিনটি বিল এনেছে কৃষকদের জন্য যা কিনা অনেক ক্ষেত্রেই শস্যের ভালো দাম পাবে। এই নিয়ে জেপি নাড্ডা বলেছেন, আসলে এই বিল কৃষকদের উন্নতির কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে। বিল পেশ করার পরেই এন ডি এ-র অন্যতম শরিক দল শিরোমনি আকালী দল সমর্থন করেছিল ঠিকই পরে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা এর সমর্থন করেন নি। ফলেই অকালী দল কৃষকদের সমর্থন করেছে।
আরো পড়ুন :- পূজার আগেই চালু হবে পুরোহিত ভাতা ! ভোটমুখী ঘোষণা মমতার
তার ফল স্বরূপ উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই বিল গুলোর বিরোধিতা করার সাথে সাথে অকালি দলের সংসদ কেন্দ্রীয় মন্ত্রী হারসিমরত কাউর বাদল ইস্তফা দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ও নতুন উদ্যম। তার মধ্যেই এই কৃষক ক্ষোভ একটা বড় ধাক্কা।
Highlights
1. ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক !
2. ফল স্বরূপ উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে
#NDA #UPA #FARMER #AKALI #STRIKE