Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২ হাজার টাকায় ভাড়াবাড়ি সিপিএম পার্টি অফিস ! মনে করেন একসময় বাংলার বুকে রাজ করা দোর্দন্ড প্রতাপ সিপিএম পার্টির এখনকার পরিণতি। গত সিপিএমের ৩৪ বছরের শাসনের পর বাংলার মানুষ করেছিল আর ক্ষমতায় তৃণমূল এসেছিলো। কিন্তু ক্ষমতায় নেই বলে হয়তো দলেরও কোন অস্তিত্ব নেই ? বাম দল গুলি এখনও হাসপাতালের আইসিইউ থেকে ফিরে আসার স্বপ্ন দেখছে। কিন্তু তাঁর জন্য দলের সদস্যদের একসঙ্গে বসে মাঝে মধ্যে মিটিং মিছিল করতে হবে। কিন্তু এবার সেই জায়গাটাই থাকল না ডুয়ার্সের গয়েরকাটায় সিপিএমের।
সূত্র মারফত জানা গেছে মালদা থেকে আসা ৬ জনের ফেরিওয়ালার টিমকে তাদের স্বাদের পার্টি অফিস ছেড়ে দিলেন গয়েরকাটার সিপিএম সদস্যরা। তাও আবার মাসিক ২ হাজার টাকার ভাড়ার বিনিময়ে। যা দলের অস্বস্তির কারণ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গয়েরকাটা পোস্ট অফিসের কাছে পার্টি অফিস বহুদিন ধরেই ছিল সিপিএমদের দখলে। কিন্তু দুঃখের বিষয় ২০১১ সালে ক্ষমতা হাতছাড়া হলে ক্রমশ জনমানবহীন হয়ে পড়েছিল ওই পার্টি অফিস।
আরো পড়ুন :- বিহার নির্বাচনে এগিয়ে বিজেপি-নীতীশ জোট , বলছে সমীক্ষা
এখন সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকজন ফেরিওয়ালা কাজের খোঁজে আসেন। মালদা থেকে আসা ফেরিওয়ায়ালদের জিনিসপত্র নিয়ে ওই পার্টি অফিস থেকেই বেরোচ্ছে। জানাজানি হতেও প্রচন্ড অস্বস্তিতে সিপিএম দল। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য বলেন তাদের পার্টি অফিস ভাড়া দেওয়ার অধিকার কারো নেই। তিনি জানান এঘটনা সত্য প্রমাণিত হলে, উপযুক্ত ব্যবস্থা নেবে পার্টি।
Highlights
1. ২ হাজার টাকায় ভাড়াবাড়ি সিপিএম পার্টি অফিস !
2. ফেরিওয়ায়ালদের জিনিসপত্র নিয়ে ওই পার্টি অফিস থেকেই বেরোচ্ছে
#CPIM #LEFT #BENGAL #PARTY