BJP নেত্রীকে গুলি করে পালালো দুস্কৃতীরা , সন্দেহের তীর TMC -র দিকে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- রাজ্যে ভোট যত এগিয়ে আসছে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। এবার এই রাজনৈতিক উত্তেজনার শিকার হলো ভারতীয় জনতা পার্টির এক মহিলা কর্মী। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রঘুনাথপুর গ্রামে এলাকার বুথ কমিটি সহ সভাপতি এবং মহিলা মোর্চার কোষাধ্যক্ষ রাধারানী নস্কর গুলি বিদ্ধ হন।

গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ ছুটে আসার আগেই সেখান থেকে চম্পট দেন দুষ্কৃতীরা। রাধারানী নস্করের স্বামী অরুন নস্কর হলেন ওই এলাকার বিজেপির বুথ কমিটির সভাপতি। মূলত অরুন নস্করকে দুষ্কৃতীরা আক্রমণ করতে এসেছিলেন কিন্তু ঘটনা স্থলে অরুনবাবু উপস্থিত ছিলেন না।

https://twitter.com/BJP4Bengal/status/1302901523970625536?s=20

স্থানীয় বাসিন্দা ও বিজেপির নেতাদের দাবি মূলত বিজেপি করার কারণেই তৃনমুল এর দুষ্কৃতীরা এই হামলা করেছে। গুলি বিদ্ধ রাধারানী নস্করকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। তার পর তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় রেফার করা হয়।

দুষ্কৃতীরা প্রথমে অরুন নস্করের বাড়িতে এসে বাড়ী ভাঙচুর করে। রাধারানী দেবী তার প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয় তখন তিনি নিজের আত্মরক্ষার্থে দুষ্কৃতীদের উপর ঝাঁটা ছুড়ে মারেন আর তার ফলেই দুষ্কৃতীরা তাকে গুলি করে।

এই ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন