Port Proposal | ভারতের ওপর চাপ বাড়াতে নতুন কৌশল পাকিস্তানের! আরব সাগরে আমেরিকাকে বন্দর তৈরির প্রস্তাব শাহবাজের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের (INDIA) সঙ্গে পাকিস্তানের (Pakistan) সম্পর্ক কেমন তা আর বলার অপেক্ষা রাখে না। আবার বেশ কিছুদিন ধরে শুল্ক নিয়ে আমেরিকার (America) সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে নয়াদিল্লির। আর এই সুযোগে আমেরিকার সঙ্গে সখ্যতা বাড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে ইসলামাবাদ।

এবার আমেরিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) আরব সাগরে একটি বন্দর নির্মাণ ও সেটির পরিচালনার প্রস্তাব দিল পাকিস্তান।

জানা গিয়েছে, বেসামরিক বন্দরটি বালুচিস্তানের গোয়াদর জেলার পাসনি শহরে তৈরি হবে। যা ইরানে ভারতের তরফে তৈরি চাবাহার বন্দর থেকে মাত্র ৩০০ কিলোমিটার দুরে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের উপদেষ্টারা ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছে ১.২ বিলিয়ন ডলার মূল্যের এই প্রস্তাব পেশ করেছে। পাসনি বন্দরে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে। তাই সেখানে বন্দর হলে ওই খনিজ তোলা এবং রপ্তানির ব্যবস্থা হবে আমেরিকার তৈরি ওই বন্দরের মাধ্যমে।

এদিকে পাকিস্তানের অশান্ত বালুচিস্তান প্রদেশের এই শহরটি আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী। ফলে কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই এই এলাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কিছুদিন পর পাসনিতে বন্দর নির্মাণের খবর সামনে এল। ওই সময় সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ছবিতে দেখা গিয়েছিল, বৈঠকের পর ট্রাম্পকে বিরল খনিজ পদার্থ সমৃদ্ধ একটি কাঠের বাক্স উপহার দিচ্ছেন মুনির। তাহলে কী ওই বৈঠকে বন্দর তৈরির ব্যপারে দুই দেশের মধ্যে কথা হয়েছে?

তবে যাই হোক না কেন, শেষ পর্যন্ত যদি আমেরিকা বালুচিস্তানে পাকিস্তানের বন্দর তৈরির প্রস্তাব মেনে নেয় তাহলে ভারতের ওপর কতটা চাপ বাড়বে? এর পালটা দিতে নয়াদিল্লি কী কৌশল নেয় সেটাই এখন দেখার।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন