Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- PPF অ্যাকাউন্টে সঠিক বিনিয়োগ মিলবে কোটি টাকার লাভ।পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সঠিক বিনিয়োগ কোটিপতি বানাতে পারে বিনিয়োগকারীকে। সরকারি খাতে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে পিপিএফ উপযুক্ত বলেই জানাচ্ছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদী প্ল্যানে কেন্দ্র সরকারের সহায়তায় এই বিনিয়োগ যথেষ্ট লাভদায়ক। ৭.১ শতাংশ হারে সুদের পরিমাণ আপাতত অন্য কোনও সরকারি বিনিয়োগ ক্ষেত্রে নেই। এর ফেরতযোগ্য অর্থ করমুক্ত। ফলে বিনিয়োগকারী পূর্ণ অর্থ ফেরত পেতে পারেন।
বিনিয়োগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন পিপিএফ অ্যাকাউন্টে এক অর্থবর্ষে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। প্রতি আর্থিক বছরে সর্বোচ্চ দেড়লক্ষ টাকা ও সর্বনিম্ন পাঁচশো টাকা বিনিয়োগ করা যায় কোনও পিপিএফ অ্যাকাউন্টে। মনে করা হচ্ছে যদি পিপিএফে সুদের হার ৭.১ শতাংশই থাকে, তবে ২৮ বছর পর সেই বিনিয়োগকারী ১ কোটি টাকা ফেরত পেতে পারেন। যদি প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করা হয়, তবে কোটি টাকা ফেরত পাবেন ওই ব্যক্তি। সুদের হারের ওপর ভিত্তি করে বিনিয়োগ করা উচিত। পিপিএফ সেক্ষেত্রে তা বেশ লাভজনক।
কারণ গত দু বছর ধরে বেশ লাভজনক বিনিয়োগ খাত এই পিপিএফ। এখানে সুদের হার ৭.১। আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সঙ্গে সুদের হারে তুলনা করলে দেখা যাবে, অন্তত এক শতাংশ বেশি সুদ পিপিএফে পাওয়া যায়। কোটি টাকা ফেরত পাওয়ার আরও একটা উপায় বলছেন বিশেষজ্ঞরা। যদি মাসে সাত হাজার টাকা করে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়, তবে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে ২৪,৪১,৮৮৯ টাকা। এই বিনিয়োগের সময় ধরে কর ছাড় মিলবে ১২ মাসে ৮৪ হাজার টাকা।
যদি কোনও বিনিয়োগকারী আরও ১৫ বছর, অর্থাৎ মোট ৩০ বছর বিনিয়োগ করতে চায়, তবে ফর্ম এইচ ১৫তম বছর, ২০তম বছর ও ২৫তম বছরে জমা দিতে হবে। এইভাবেই ম্যাচুরিটি অর্থের অঙ্ক দাঁড়াবে ১,০০,৮১,০৮৬ টাকা।
Highlights
1. PPF অ্যাকাউন্টে সঠিক বিনিয়োগ মিলবে কোটি টাকার লাভ
#PPF #Bank