Prasanta Barman BDO News: পালিয়েও রেহাই নেই! এবার সুপ্রিম কোর্টের নির্দেশ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

স্বর্ণকার স্বপন কামিল্যা হত্যার মামলার আসামী হয়ে বারবার পালানোর চেষ্টা করলে এবার আর রেহাই নেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এবার ধরা দিতেই হবে।  সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, শুক্রবার, ২৩ জানুয়ারি পর্যন্ত স্থানীয় আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিও‌ প্রশান্ত বর্মন কে।  যদিও তাঁর আইনজীবী এ দিন ২৬ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলেন আত্মসমর্পণের জন্য।

প্রসঙ্গত, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই উধাও রাজগঞ্জের দাবাং বিডিও‌।  তারপর থেকেই রাজগঞ্জ বিডিও অফিস চত্বরেও ‘সন্ধান চাই’ লেখা পোস্টারের ছড়াছড়ি।  মূলত এর আগে কলকাতা হাইকোর্ট ২২ ডিসেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন, ৭২ ঘণ্টার মধ্যে পেরিয়ে গেলেও দেখা মিলেনি দাবাং বিডিও‌ প্রশান্তের।  বিধাননগর আদালত বিডিও‌র‌ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তারপরও দেখা মিলেনি অফিস কিংবা আদালত চত্বরে।  সূত্রের মারফত জানা গেছে শীর্ষ আদালতে জামিনের জন্য আবেদন করার জন্য‌ই আত্মসমর্পণ করে নি প্রশান্ত।  অবশেষে এ দিন শীর্ষ আদালতে জামিনের জন্য গেলে সেটাও হয়ে উঠলো না বিডিও প্রশান্তের, এবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হলো, এ বার আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন