Primary Merit List: প্রাথমিকে নিয়োগের বড় খবর: প্রকাশিত হল ২০২০-২২ ডিএলএড ব্যাচের মেরিট লিস্ট, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Primary Merit List: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE) একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২০-২০২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড. (D.El.Ed.) ব্যাচের যোগ্য প্রার্থীদের বহু প্রতীক্ষিত মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করেছে। পর্ষদের এই ঘোষণা রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে।

আজ, অর্থাৎ ৭ই জানুয়ারি ২০২৬ তারিখে পর্ষদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিচে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হল।

বিজ্ঞপ্তি এবং মেধা তালিকা প্রকাশের প্রেক্ষাপট

প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে (মেমো নম্বর: 28/WBBPE/2026/54R-12/2023) জানানো হয়েছে যে, ২০২০-২২ ব্যাচের ডি.এল.এড. উত্তীর্ণ এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করার উদ্দেশ্যে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি West Bengal Primary School Teachers Recruitment Rules, 2016 (যা সময়োপযোগী সংশোধিত) মেনে সম্পন্ন হয়েছে।

তবে এই তালিকা প্রকাশের পেছনে একটি দীর্ঘ আইনি লড়াই এবং বিচারবিভাগীয় নির্দেশের প্রেক্ষাপট রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পর্ষদ এই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে।

আইনি জটিলতা ও সুপ্রিম কোর্টের নির্দেশ

এই মেধা তালিকা প্রকাশ প্রক্রিয়াটি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের ওপর ভিত্তি করে বাস্তবায়িত হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সুপ্রিম কোর্টের নিম্নলিখিত রায়গুলি মেনে এই তালিকা প্রকাশ করা হল:

  • ৪ এপ্রিল ২০২৫-এর রায়: স্পেশাল লিভ পিটিশন (SLP) নম্বর ১২৬৬০/২০২৩, যা পরবর্তীকালে সিভিল আপিল নম্বর ৪৯৭৭/২০২৫ হিসেবে নথিভুক্ত হয় (মামলা: সৌমেন পাল ও অন্যান্য বনাম শ্রাবনী নায়েক ও অন্যান্য)।
  • ১২ সেপ্টেম্বর ২০২৫-এর নির্দেশ: এম.এ. নম্বর ৪৫১৮৫/২০২৫ (সিভিল আপিল ৪৯৭৭/২০২৫-এর সাথে সংযুক্ত)।
  • ১৫ ডিসেম্বর ২০২৫-এর নির্দেশ: আদালত অবমাননার ডায়েরি নম্বর ৬৪২০১/২০২৫ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে।

এই সমস্ত আইনি প্রক্রিয়া এবং আদালতের সবুজ সংকেত পাওয়ার পরেই পর্ষদ স্বচ্ছতার সাথে এই মেধা তালিকা জনসমক্ষে এনেছে।

প্রার্থীদের জন্য এর গুরুত্ব

এই বিজ্ঞপ্তিটি ২০২০-২২ ডি.এল.এড. ব্যাচের প্রার্থীদের জন্য অত্যন্ত স্বস্তির। এতদিন ধরে আইনি জটে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় এটি একটি বড় অগ্রগতি। মেধা তালিকায় নাম থাকা মানেই পর্ষদ ওই প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ বা রেকমেন্ডেশন করার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করল।

চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbbpe.wb.gov.in) থেকে বিস্তারিত তালিকাটি দেখে নেন এবং পরবর্তী নির্দেশিকার জন্য পর্ষদের নোটিশের ওপর নজর রাখেন। এই পদক্ষেপ রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষক নিয়োগের পথ আরও প্রশস্ত করল।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন