Primary Recruitment | প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। চাকরিপ্রার্থীদের একাংশের প্রশ্ন, ‘টেট’-এর প্রশ্নে ‘ভুল’ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে? এই প্রশ্ন তুলে মামলা হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৭ এবং ২০২২ সালের ‘টেট’-এ প্রায় ২০টি প্রশ্ন ভুল রয়েছে। ওই ২০টি প্রশ্নের নম্বর পেয়ে গেলে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। প্রশ্ন ভুলের অভিযোগে আদালতে আগেই মামলা হয়েছে। চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ভুল প্রশ্নগুলির জন্য নম্বর পেলে ওই চাকরিপ্রার্থীদের অনেকেই পাশ করে যাবেন। প্রশ্ন ভুল রয়েছে কি না, সেই সিদ্ধান্ত আসার আগেই কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হল? এই অবস্থায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন