Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি ২০২৩-এর ফলাফল প্রকাশিত হওয়ার পরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক পরীক্ষার্থীর জাতিগত শংসাপত্র নিয়ে উঠেছে প্রশ্ন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোরদার আলোচনা। এই বিতর্কের ফলে একদিকে যেমন পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, তেমনই PSC-এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে পিএসসি যথাযথ ব্যাখ্যাও দিয়েছে। চলুন, পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের
বিতর্কের কেন্দ্রবিন্দুতে কে?
বিতর্কের মূলে রয়েছেন সায়ন ব্যানার্জি নামক এক পরীক্ষার্থী। PSC দ্বারা প্রকাশিত মেধাতালিকায় তার নাম তফসিলি উপজাতি (ST) বিভাগের অধীনে দেখা গিয়েছে। ‘ব্যানার্জি’ পদবি সাধারণত ব্রাহ্মণ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ায়, সায়নের ST তালিকায় অন্তর্ভুক্তি অনেককেই অবাক করেছে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একাংশ অভিযোগ করেন যে, ওই পরীক্ষার্থী সম্ভবত ভুল জাতিগত শংসাপত্র ব্যবহার করে পরীক্ষায় বসেছেন। অথবা অনলাইনে ফরম ফিলাপের সময় ভুল করে জেনারেল ক্যাটাগরির জায়গায় এসটি লিখে ফেলেছে।
কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ?
এই বিতর্কের প্রধান কারণ হলো কাট-অফ মার্কস। সাধারণ ক্যাটাগরির (General) জন্য কাট-অফ মার্কস যেখানে ১৪৫, সেখানে ST বিভাগের জন্য কাট-অফ মার্কস অনেকটাই কম, মাত্র ১১৭। নেটিজেনদের একাংশের দাবি, সায়ন ব্যানার্জি সাধারণ ক্যাটাগরির কাট-অফ মার্কস পার করতে পারেননি এবং ST কোটার সুবিধা নিয়েই তিনি পরবর্তী পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছেন। যদি এই অভিযোগ সত্যি হয়, তবে এটি অন্যান্য যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র