গুয়াহাটি: পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আর্থিক অনুদান দেওয়া নিয়ে বিজেপি ছেড়ে কথা বলে না। তৃণমূলনেত্রীর খয়রাতি নিয়ে বারবার সরব হয় গেরুয়া শিবির। অথচ মমতার দেখাদেখি এবার অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) সরকারও রাজ্যের দুর্গাপুজোর জন্য আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করল।
বুধবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, গতবছরের মতো এবারও ৭৮১৭টি দুর্গাপুজো কমিটির প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে অসম সরকার। ইতিমধ্যে জেলা কমিশনারদের মাধ্যমে ওই টাকা বণ্টনের কাজ শুরু হয়ে গিয়েছে। হিমন্তের দাবি, বিহু এবং ভানোয়া উৎসবেও রাজ্য সরকার প্রতিবছর অর্থসাহায্য করে থাকে। উৎসবের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এই অনুদান দেওয়া হচ্ছে।
হিমন্তের এহেন ঘোষণায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপির (BJP) বঙ্গ ব্রিগেড। কারণ, রাজ্যের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে বিজেপি তথা বিরোধী শিবির বারবার মমতাকে নিশানা করে। আদালতে গিয়ে সেই অনুদান বন্ধের চেষ্টাও করা হয়েছিল। কিন্তু সেই পথে হাঁটতে নারাজ অসমের বিজেপিশাসিত সরকার। উলটে পুজো অনুদান দিয়ে রাজ্যের বাংলাভাষী হিন্দুদের মন জয়ের চেষ্টা করছে তারা।