Railway Senior Citizen: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে। বিগত কয়েক বছর ধরে রেলের টিকিটে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড় বা কনসেশন বন্ধ ছিল, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দুই-ই ছিল। তবে এবার সেই হতাশা কাটিয়ে ভারতীয় রেল আবারও প্রবীণদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে। রেল সূত্রে খবর, প্রবীণ যাত্রীদের ভ্রমণ যাতে আরও সাশ্রয়ী, আরামদায়ক এবং সহজ হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মূলত দুটি বড় সুবিধা আবারও চালু করার পথে হাঁটছে রেল মন্ত্রক।
টিকিটের দামে ফিরছে বড়সড় ছাড়
রেল যাত্রায় প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো টিকিটের দামে ছাড় ফিরে আসা। দূরপাল্লার ট্রেন ভ্রমণের ক্ষেত্রে এই ছাড় যাত্রীদের পকেটের ওপর চাপ অনেকটাই কমাবে। রেলের এই সিদ্ধান্তে প্রবীণ যাত্রীরা অর্থনৈতিকভাবে অনেকটাই উপকৃত হবেন। শুধুমাত্র ভাড়ায় ছাড় নয়, রেল ভ্রমণের সময় বয়স্কদের অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা প্রদান এবং আরামদায়ক সিট নিশ্চিত করার বিষয়টিতেও জোর দেওয়া হচ্ছে। রেল কর্তৃপক্ষের এই ইতিবাচক পদক্ষেপে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে বলেই মনে করা হচ্ছে।
কারা পাবেন এই বিশেষ সুবিধা?
ভারতীয় রেলের তরফে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সকলেই এই ছাড়ের আওতাভুক্ত হবেন না। রেলের নিয়ম অনুযায়ী যোগ্যতাগুলি নিম্নরূপ:
- বয়সসীমা: রেলের এই সুবিধা ভোগ করার জন্য যাত্রীর বয়স একটি নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে।
- পুরুষ যাত্রীদের ক্ষেত্রে: ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষরা এই ছাড়ের জন্য আবেদন করতে পারবেন।
- মহিলা যাত্রীদের ক্ষেত্রে: ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা এই বিশেষ সুবিধা পাবেন।
- প্রয়োজনীয় নথি: টিকিট কাটার সময় বা ট্রেন যাত্রার সময় যাত্রীদের বয়সের প্রমাণ হিসেবে বৈধ সরকারি নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক।
টিকিট বুকিং ও লোয়ার বার্থের সুবিধা
অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই টিকিট বুকিংয়ের সময় বয়সের সঠিক প্রমাণ দিলে এই ছাড় পাওয়া যাবে। এছাড়াও, প্রবীণ নাগরিকদের ট্রেন যাত্রার অন্যতম বড় সমস্যা হলো ওপরের বার্থে ওঠা। এই সমস্যা সমাধানে রেল বিশেষ ব্যবস্থা রেখেছে। টিকিট বুকিংয়ের সময় প্রবীণ নাগরিকরা তাদের পছন্দমতো সিট এবং ‘লোয়ার বার্থ’ বা নিচের সিট বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই সুবিধাগুলি পুনরায় চালু হওয়ার ফলে বিভিন্ন রুটে প্রবীণ যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
Follow Us














