Bangla News Dunia , জ্যোতিষবিদ শ্রী কৌশিক :- আজ ১৩ জানুয়ারি সোমবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।
১. মেষ রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
২. বৃষ রাশি :- আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ পেতে পারেন। আজ পরিবারের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের কোনো কাছের লোকের দুঃসংবাদে ভেঙে পড়তে পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে। র্মক্ষেত্রে মনোমালিন্য হবে ফলে আপনার বদনামী হতে পারে।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
৩. মিথুন রাশি :- আজ বন্ধুদের সাথে বুঝে কথা বলুন। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ হতে পারে। গুরুজনের সাথে বিবাদের ফলে মানসিক কষ্ট হতে পারে। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন।
৪. কর্কট রাশি :- যারা উচ্চশিক্ষিত তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। আজ বন্ধুরে দুঃখে বন্ধুর পাশে দাঁড়াতে না পাড়ার কারণে মানসিক অশান্তি থাকবে। আজ অর্থ খরচ বৃদ্ধি পাবে। অন্যের উপকার করে মানসিক শান্তি লাভ করবেন। আজ মাতা পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে।
আরো পড়ুন :- আপনি কি পেশাগত জীবনে সাফল্য পেতে চান ? মেনে চলুন এই সহজ টিপস
৫. সিংহ রাশি :- যারা উচ্চশিক্ষিত তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। আজ বন্ধুরে দুঃখে বন্ধুর পাশে দাঁড়াতে না পাড়ার কারণে মানসিক অশান্তি থাকবে। আজ অর্থ খরচ বৃদ্ধি পাবে। অন্যের উপকার করে মানসিক শান্তি লাভ করবেন। আজ মাতা পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে।
৬. কন্যা রাশি :- কর্ম ব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। যারা ব্যবসা করুন তারা ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারেন। কেউ যদি আপনাকে সাহায্য করে তবে আপনার উপকারী হবে। যুবক – যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ছোট খাটো সমস্যা ছাড়া শরীর ভালো থাকবে।
আরো পড়ুন :- আর্থিক উন্নতি চাইলে ও বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ? পালন করুন কিছু সহজ টিপস
৭. তুলা রাশি :- আজ মাতা পিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। নিজের রাগ সংযত করুন। যারা অফিসের কাজের সাথে যুক্ত তাদের দিনটি ভালো যাবে। আজ প্রেমের সম্পর্কে ফাটল ও ধরতে পারে। আয়ের রাস্তা খুলবে। আজ বাড়ির কোনো সদস্য কাজের উদেশ্যে বাইরে যাবার ফলে মানসিক কষ্ট পাবেন। ব্যাবসায় নিজের বুদ্ধির জোরে বাধা কাটাতে পারবেন।
৮. বৃশ্চিক রাশি :- আজ স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি হবে। আজ শারীরিক ও আর্থিক দিকে নজর রাখুন। আজ সকল কাজের জন্য সময় লাগতে পারে। পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। আজ কোনো কারণেই প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। অতিরিক্ত রাগের জন্য নিজের ক্ষতি হতে পারে।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
৯. ধনু রাশি :- আজ কোনো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝেমেলা হতে পারে। আজ আপনার প্রতিষ্ঠিত হবার সুযোগ আসতে পারে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। আপনার বাড়তি কথা বন্ধু মহলে আপনাকে বিপদে ফেলতে পারে। আজ নিজের শত্রুর সাথে আপোষ করতে পারেন।
১০. মকর রাশি :- যারা কুটির শিল্পের সাথে যুক্ত তাদের অগ্রগতি আসবে। আজ আপনার থেকে কম বয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কর্ম জীবনে সফলতা আসবে। আজ আপনার রসিকতা আপনাকে বিপদে ফেলবে। আজ নতুন কোনো ব্যবসায় হাত দেবার জন্য খুবই শুভ দিন।
১১. কুম্ভ রাশি :- পরিবারের কোনো মানুষের শরীর খারাপ হবার জন্য খরচ বৃদ্ধি পাবে। আজ স্ত্রীর সাথে কোনো কারণে বিবাদ দেখা দিতে পারে । আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সাংসারিক সমস্যা দেখা দিতে পারে। আজ যে কোনো দরকারি কাজ মেটাবার জন্য উপযুক্ত দিন।
১২. মীন রাশি :- কর্মক্ষেত্রের জটিলতা কেটে যাবে। ফটকা অর্থ উপার্জনের পূর্বে চিন্তা করুন। বেশি অর্থলাভের আসার কারণে ঝামেলা হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির দিকে যাবে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোনো খারাপ খবর পেতে। পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে।
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ শাস্ত্রী শ্রী কৌশিক
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – ব্যারাকপুর, কোলকাতা , নৈহাটী , দক্ষিনেশ্বর।
ফোন – 8967491470 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )