Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আজ ১৪ জানুয়ারি রবিবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।
১. মেষ রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।
২. বৃষ রাশি :- বাড়িতে অতিথি আসতে পারে। মাথা যন্তনা হতে পারে। কোনো মানুষকে বাজে কথা বলে নিজেই কষ্ট পাবেন। আজ ভাই – বোনের সম্পর্কে চির ধরতে পারে। আজ ব্যবসায় বাধা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি এই রাশির জন্য ভালো নয়।
৩. মিথুন রাশি :- আজ ব্যাবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাঁধতে পারে। কোনো কাজে আপনার উৎসাহ থাকলে সেই কাজের দিকে আপনার ধ্যান দিন। নিজের কোনো কাছের লোকের দুঃসংবাদে ভেঙে পড়তে পারেন। আজ দাম্পত্য কলহ দেখা দিতে পারে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
৪. কর্কট রাশি :- পরিবারের কোনো মানুষের শরীর খারাপ হবার জন্য খরচ বৃদ্ধি পাবে। আজ স্ত্রীর সাথে কোনো কারণে বিবাদ দেখা দিতে পারে । আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সাংসারিক সমস্যা দেখা দিতে পারে। আজ যে কোনো দরকারি কাজ মেটাবার জন্য উপযুক্ত দিন।
৫. সিংহ রাশি :- আজ সম্পত্তির ব্যাপারে আলোচনা করতে হতে পারে। নিজের মধুর ব্যাবহারে লোকের মন জয় করতে সক্ষম হবেন। পরিবারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। আজ বাড়িতে অতিথি আসতে পারে। ভাই – বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। কোনো মানুষ আজ আপনার প্রেমিক মনকে উস্কে দিতে পারে।
৬. কন্যা রাশি :- আজ উন্নতির সুযোগ আপনার দৌড় গোড়ায়। অনেক দিনের কাজের ফল আজ পেতে পারেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন দিক সৃষ্টি হবে। আজ ক্ষতিপূরণ দিতে হতে পারে। ব্যবসায় কোনো ভালো সুযোগ আসতে পারে , কাজে লাগাবার চেষ্টা করুন।
৭. তুলা রাশি :- আজ বন্ধুদের সাথে বুঝে কথা বলুন। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ হতে পারে। গুরুজনের সাথে বিবাদের ফলে মানসিক কষ্ট হতে পারে। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন।
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
৮. বৃশ্চিক রাশি :- ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে। নতুন চাকরি হতে পারে। সংসারে প্রচুর অর্থ ব্যায় হতে পারে। ভালো সঙ্গে থাকার জন্য মানসিক শান্তি লাভ। পাওনাদাররা ঝামেলা করতে পারে। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ আপনার অর্থ চুরি যেতে পারে।
৯. ধনু রাশি :- কর্মক্ষেত্রের জটিলতা কেটে যাবে। ফটকা অর্থ উপার্জনের পূর্বে চিন্তা করুন। বেশি অর্থলাভের আসার কারণে ঝামেলা হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির দিকে যাবে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোনো খারাপ খবর পেতে। পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে।
১০. মকর রাশি :- আজকের দিনটি এই রাশির জন্য মিশ্র ফল দেবে। আজকের দিনটির বেশিরভাব সময় কাটবে পরিবার , পরিজন , প্রিয় মানুষ ও ধার্মিক কাজে। দীর্ঘদিনের ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে আজকে নিয়ে নিতে পারেন। আজ অর্থ বিনিয়োগের বিষয়ে যত্নবান হন।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
১১. কুম্ভ রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।
১২. মীন রাশি :- আজ অতিরিক্ত খরচের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। অতিরিক্ত লোভের কারণে বিপদে পড়তে পারেন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। আজ বিবাদের যোগ রয়েছে। আজ সন্তানের জন্য মানসিক শান্তি লাভ হবে।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 7384311482 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)