Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আজ ১৫ মে সোমবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।
১. মেষ রাশি :- আজ পুলিশি হয়রানির স্বীকার হতে পারেন। আজ কোনো শোকের খবর পেতে পারেন। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। ব্যবসায় আপনার জন্য লাভ হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন দিক সৃষ্টি হবে।
২. বৃষ রাশি :- আজ পরিবার ও প্রেমের সম্পর্কে উন্নতি হবে তবে ছোট খাটো কিছু ঝড়গা এড়িয়ে চলুন এতে প্রেমের সম্পর্কে উন্নতি হবে। আজ ধার্মিক আলোচনায় মানসিক শান্তি লাভ হবে। আজ রোজগারের নতুন দিক খুলতে পারে। সংগীত চর্চায় বাঁধা আসতে পারে। ব্যবসার জন্য দূরে কথাও যেতে হতে পারে।
৩. মিথুন রাশি :- আজ অন্যের উপকার করতে পেরে মনে শান্তি লাভ করবেন। আজ গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আজ কোনো প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই ভালো হবে। পায়ের কোনো সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের কারণে ঝেমেলা হতে পারে।
আরো পড়ুন :- মঙ্গলের গোচরে তৈরি হয়েছে বিশেষ ষড়ষ্টক যোগ ! প্রভাবিত হবে বেশ কিছু রাশি
৪. কর্কট রাশি :- আজ অতিরিক্ত কাজের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। কাজে অনীহা দেখা দিতে পারে। সন্তানের জন্য সংসারে অশান্তি হতে পারে। আজ মাত্রা ছাড়া ব্যায় বাড়তে পারে। নিজের ক্যারিয়ারে সফলতা পাবেন। আজ ব্যবসা ও কর্মে যথন যোগাযোগ আসতে পারে। পরিবারে আর্থিক কারণে ঝামেলা হতে পারে।
৫. সিংহ রাশি :- আজ পারিবারিক বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ কোনো বাধার সমুখীন করতে হতে পারে। আজকে আপনার আমোদপ্রমোদ এবং মজার দিন। আজ ছোটদের সাহায্য করতে হতে পারে। আজ অল্প সঞ্চয় নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। নিজের চেষ্টার দ্বারা সফলতা পাবেন।
৬. কন্যা রাশি :- পরিবারের কোনো মানুষের শরীর খারাপ হবার জন্য খরচ বৃদ্ধি পাবে। আজ স্ত্রীর সাথে কোনো কারণে বিবাদ দেখা দিতে পারে । আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সাংসারিক সমস্যা দেখা দিতে পারে। আজ যে কোনো দরকারি কাজ মেটাবার জন্য উপযুক্ত দিন।
৭. তুলা রাশি :- আজ খুব ভালো একটা যোগাযোগ আপনার জন্য আসতে পারে। আজ মাতা পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে। আজ আবেগের বসে কোনো কাজ না করাই ভালো হবে। আজ অল্প সঞ্চয় নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। কোনো প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো হবে। অন্যের উপকার করে মানসিক শান্তি লাভ করবেন।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
৮. বৃশ্চিক রাশি :- কর্ম ব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ ব্যাবসায় মহাজনের সাথে অশান্তি হতে পারে। নিজের স্ত্রীর জন্য পরিবারের লোকের সাথে বিবাদ হতে পারে। আজ আপনাকে কোনো কাজের জন্য নিচু হতে হবে। আজ পুরানো কোনো বন্ধুর সাথে দেখে হতে পারে।
৯. ধনু রাশি :- আজ সন্তানের জন্য কষ্ট পেতে পারেন। আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। ব্যবসায় অর্থ উপার্জন বৃদ্ধি পেতে পারে। আপনি কোনো উঁচুস্থান থেকে পড়ে যেতে পারেন। ইতিবাচক মতাদর্শ মেনে চলুন কিন্তু লোভ দ্বারা নয়।
১০. মকর রাশি :- আজকের দিনটি এই রাশির জন্য মিশ্র ফল দেবে। আজকের দিনটির বেশিরভাব সময় কাটবে পরিবার , পরিজন , প্রিয় মানুষ ও ধার্মিক কাজে। দীর্ঘদিনের ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে আজকে নিয়ে নিতে পারেন। আজ অর্থ বিনিয়োগের বিষয়ে যত্নবান হন।
১১. কুম্ভ রাশি :- যারা উচ্চশিক্ষিত তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। আজ বন্ধুরে দুঃখে বন্ধুর পাশে দাঁড়াতে না পাড়ার কারণে মানসিক অশান্তি থাকবে। আজ অর্থ খরচ বৃদ্ধি পাবে। অন্যের উপকার করে মানসিক শান্তি লাভ করবেন। আজ মাতা পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে।
১২. মীন রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)
বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না