আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার জানুন আপনার আজকের দিনটি কেমন যাবে

By Bangla News Dunia Dinesh

Published on:

rashifol

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।

১. মেষ রাশি :- আজ ব্যবসায় কোনো প্রকার বিবাদ থেকে সাবধান থাকুন।  অতিরিক্ত লোভের কারণে বিপদে পড়তে পারেন। আজ ছোটদের সাহায্য করতে হতে পারে। আজ কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আজ নিজের ইগো নিজের আয়ত্বে রাখুন। আজ সাংসারিক ঝামেলা এড়িয়ে চলুন। আজ গুরুজনের থেকে পরামর্শ নিতে পারেন।

২. বৃষ রাশি :-  আজ বাড়ির তৈরীর জন্য শুভ সময়। অতিরিক্ত রাগের কারণে আপনার ক্ষতি হতে পারে। বিপদে মাথা ঠান্ডা রাখুন। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।  হঠাৎ কোনো রোগে ভুগতে পারেন। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতির লক্ষণ রয়েছে। আজ টাকা – পয়সায় ব্যাপারে কোনো মানুষের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা সঠিক কাজ হবে না।

৩. মিথুন রাশি :-  আজ বাইরের কারো জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন দিক সৃষ্টি হবে। আজ সমাজের জন্য কিছু করায় সন্মান ও প্রতিপত্তি লাভ হবে।

 

niladri mishra

 

৪. কর্কট রাশি :- পরিবারের কোনো মানুষের শরীর খারাপ হবার জন্য খরচ বৃদ্ধি পাবে। আজ স্ত্রীর সাথে কোনো কারণে বিবাদ দেখা দিতে পারে ।  আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সাংসারিক সমস্যা দেখা দিতে পারে। আজ যে কোনো দরকারি কাজ মেটাবার জন্য উপযুক্ত দিন।

আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা

৫. সিংহ রাশি :- রাস্তাঘাটে চলাফেরায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য খুবই উজ্জ্বল। মাতার অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। আজ ছোটদের সাহায্য করতে হতে পারে।

৬. কন্যা রাশি :- আজ পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান।  ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন।  যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। আজ পুরানো বন্ধুদের সাথে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে বদনাম আসতে পারে। আজ বাড়িতে অতিথি আসতে পারে।

৭. তুলা রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।

 

avilo home

 

৮. বৃশ্চিক রাশি :- নাটকের সাথে যুক্ত ব্যাক্তিদের ভালো সময়। আজ নিজের লোকেদের সাথে বুঝে কথা বলুন। আজ নিজের সাস্থের দিকে খেয়াল রাখুন।আজ যুবক – যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।  আজ বন্ধুর সাথে মতপাথক্য দেখা দিতে পারে।

আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির

৯. ধনু রাশি :- কর্মক্ষেত্রের জটিলতা কেটে যাবে। ফটকা অর্থ উপার্জনের পূর্বে চিন্তা করুন। বেশি অর্থলাভের আসার কারণে ঝামেলা হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির দিকে যাবে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।  কোনো খারাপ খবর পেতে। পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে।

১০. মকর রাশি :-  আজ আপনার বুদ্ধির ভুলে হাতের কাজ ফসকে যেতে পারে। আজ মানুষের সাথে বুদ্ধি করে কথা বলুন। ভাই ভাই বিবাদ হতে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি আসতে পারে। টাকা একটু ভেবে চিনতে খরচ করুন। জীবনে উন্নতি আসলেও নিজেকে সংযম রাখুন।

আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়

১১. কুম্ভ রাশি :-  আজ পরিবার ও প্রেমের সম্পর্কে উন্নতি হবে তবে ছোট খাটো কিছু ঝড়গা এড়িয়ে চলুন এতে প্রেমের সম্পর্কে উন্নতি হবে। আজ ধার্মিক আলোচনায় মানসিক শান্তি লাভ হবে। আজ রোজগারের নতুন দিক খুলতে পারে। সংগীত চর্চায় বাঁধা আসতে পারে। ব্যবসার জন্য দূরে কথাও যেতে হতে পারে।

১২. মীন রাশি :- আজ পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই ও বোনের মধ্যে ঝামেলা হতে পারে। স্ত্রীর উপর অভিমান হতে পারে। ব্যাবসায় নিজের বুদ্ধির জোরে বাধা কাটাতে পারবেন। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের জন্য সময়টা ভালো নয়। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে।

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7908533644 , 7384311482 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন