Bangla News Dunia , জ্যতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আজ ২৩ জুলাই রবিবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।
১. মেষ রাশি :- ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে। নতুন চাকরি হতে পারে। সংসারে প্রচুর অর্থ ব্যায় হতে পারে। ভালো সঙ্গে থাকার জন্য মানসিক শান্তি লাভ। পাওনাদাররা ঝামেলা করতে পারে। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ আপনার অর্থ চুরি যেতে পারে।
২. বৃষ রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
৩. মিথুন রাশি :- আজ খুব ভালো একটা যোগাযোগ আপনার জন্য আসতে পারে। আজ মাতা পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে। আজ আবেগের বসে কোনো কাজ না করাই ভালো হবে। আজ অল্প সঞ্চয় নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। কোনো প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো হবে। অন্যের উপকার করে মানসিক শান্তি লাভ করবেন।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
৪. কর্কট রাশি :- আজ রোজগার বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় বৃদ্ধি পাবে। আজ ভালো সময় উপভোগ করবেন কিন্তু তা সার্থক হবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আজ জীবনের সমস্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন নয়তো সমস্যায় পড়তে পারেন। নিজের স্বাস্থ্যে নিয়ে বিশেষ সচেতন হন।
৫. সিংহ রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
৬. কন্যা রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
৭. তুলা রাশি :- আজ কোনো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝেমেলা হতে পারে। আজ আপনার প্রতিষ্ঠিত হবার সুযোগ আসতে পারে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। আপনার বাড়তি কথা বন্ধু মহলে আপনাকে বিপদে ফেলতে পারে। আজ নিজের শত্রুর সাথে আপোষ করতে পারেন।
৮. বৃশ্চিক রাশি :- আজ প্রেমে কষ্ট পেতে পারেন। আজ কোনো কাজে নেতৃত্ব দিতে হতে পারে। আজ ব্যাবসায়িক ক্ষতি থেকে সাবধান থাকুন। আজ কোনো বাধার সমুখীন করতে হতে পারে। আজ নতুন কোনো সম্পত্তি কেনা নিয়ে আলোচনা হতে পারে। আজ পরিবারের সকলে মিলে দূরে কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা হতে পারে।
আরো পড়ুন :- মে মাসে রাশি পরিবর্তন করবে একাধিক গ্রহ ! ফলে ভাগ্য খুলবে ৪টি রাশির
৯. ধনু রাশি :- আপনার মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি আন্তে পারে। আজ শত্রুর জন্য ভয় বাড়তে পারে। আজ পুরানো পেটের ব্যাথায় কষ্ট পেতে পারেন। নিজের ক্যারিয়ারে সফলতা পাবেন। ব্যবসার জন্য দূরে কথাও যেতে হতে পারে। যুবক – যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।
১০. মকর রাশি :- আজ কোনো কারণেই প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। কর্মক্ষেত্রে বা ব্যবসায় খ্যাতি মিলবে। দীর্ঘদিনের ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে আজকে নিয়ে নিতে পারেন। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আলোচনার মাধ্যমে সফলতা পাবেন।
১১. কুম্ভ রাশি :- আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ পেতে পারেন। আজ পরিবারের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের কোনো কাছের লোকের দুঃসংবাদে ভেঙে পড়তে পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে। র্মক্ষেত্রে মনোমালিন্য হবে ফলে আপনার বদনামী হতে পারে।
১২. মীন রাশি :- আজ খুব ভালো একটা যোগাযোগ আপনার জন্য আসতে পারে। আজ মাতা পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে। আজ আবেগের বসে কোনো কাজ না করাই ভালো হবে। আজ অল্প সঞ্চয় নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। কোনো প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো হবে। অন্যের উপকার করে মানসিক শান্তি লাভ করবেন।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)
বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না