আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জানুন আপনার আজকের দিনটি কেমন যাবে

By Bangla News Dunia Dinesh

Published on:

rashifol

Bangla News Dunia , জ্যোতিষবিদ  শ্রী কৌশিক :- আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।

১. মেষ রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

২. বৃষ রাশি :- আজ মাতা পিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। নিজের  রাগ সংযত করুন। যারা অফিসের কাজের সাথে যুক্ত তাদের দিনটি ভালো যাবে। আজ প্রেমের সম্পর্কে ফাটল ও ধরতে পারে। আয়ের রাস্তা খুলবে। আজ বাড়ির কোনো সদস্য কাজের উদেশ্যে বাইরে যাবার ফলে মানসিক কষ্ট পাবেন। ব্যাবসায় নিজের বুদ্ধির জোরে বাধা কাটাতে পারবেন।

৩. মিথুন রাশি :-  যারা কুটির শিল্পের সাথে যুক্ত তাদের অগ্রগতি আসবে। আজ আপনার থেকে কম বয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কর্ম জীবনে সফলতা আসবে। আজ আপনার রসিকতা আপনাকে বিপদে ফেলবে। আজ নতুন কোনো ব্যবসায় হাত দেবার জন্য খুবই শুভ দিন।

৪. কর্কট রাশি :- আজ অতিরিক্ত কাজের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।  কাজে অনীহা দেখা দিতে পারে। সন্তানের জন্য সংসারে অশান্তি হতে পারে। আজ মাত্রা ছাড়া ব্যায় বাড়তে পারে। নিজের ক্যারিয়ারে সফলতা পাবেন।  আজ ব্যবসা ও কর্মে যথন যোগাযোগ আসতে পারে। পরিবারে আর্থিক কারণে ঝামেলা হতে পারে।

৫. সিংহ রাশি :- আজ আর্থিক পরিস্থিতির উন্নতির দিকে যাবে। প্রেমের সম্পর্কে খুব একটা উন্নতি দেখা যাবে না। উন্নতিতে বেগ আসতে পারে। ব্যবসায় কোনো ভালো সুযোগ আসতে পারে , কাজে লাগাবার চেষ্টা করুন। আজ আপনার মনের মানুষের সাথে খুলে কথা বলুন।

৬. কন্যা রাশি :- আজ কোনো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝেমেলা হতে পারে। আজ আপনার প্রতিষ্ঠিত হবার সুযোগ আসতে পারে।  অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। আপনার বাড়তি কথা বন্ধু মহলে আপনাকে বিপদে ফেলতে পারে। আজ নিজের শত্রুর সাথে আপোষ করতে পারেন।

৭. তুলা রাশি :- আজ কোনো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝেমেলা হতে পারে। আজ আপনার প্রতিষ্ঠিত হবার সুযোগ আসতে পারে।  অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। আপনার বাড়তি কথা বন্ধু মহলে আপনাকে বিপদে ফেলতে পারে। আজ নিজের শত্রুর সাথে আপোষ করতে পারেন।

৮. বৃশ্চিক রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

৯. ধনু রাশি :- কর্ম ব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। যারা ব্যবসা করুন তারা ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারেন। কেউ যদি আপনাকে সাহায্য করে তবে আপনার উপকারী হবে। যুবক – যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।  ছোট খাটো সমস্যা ছাড়া শরীর ভালো থাকবে।

১০. মকর রাশি :- আজ বন্ধুদের সাথে বুঝে কথা বলুন। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ হতে পারে। গুরুজনের সাথে বিবাদের ফলে মানসিক কষ্ট হতে পারে। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন।

১১. কুম্ভ রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

১২. মীন রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ শাস্ত্রী শ্রী কৌশিক

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – ব্যারাকপুর, কোলকাতা , নৈহাটী , দক্ষিনেশ্বর।

ফোন – 8967491470 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন