ঋণ থেকে মুক্তি চান ? তবে কালী পুজোয় বাড়ির এই স্থান গুলিতে প্রদীপ জ্বালান

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, দীনেশ দেব :- কালী পূজোতে প্রায় প্রতিটি বাড়িতেই প্রদীপ জ্বালানো হয়। আর কালী পুজোর দিন উত্তর ভারতে দিওয়ালি পালন করা হয়। দিওয়ালি হলো আলোর উৎসব। এই দিন অন্ধকারের উপর আলোর বিজয় হয়। প্রদীপ জ্বালিয়ে অন্ধকারকে দূর করা হয়। এই দিন অনেকে আবার বাড়িতে লক্ষী পুজো করে থাকে।

এই কালী পুজোয় প্রতিটি মানুষই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে থাকেন। তবে বাড়ির বিশেষ কিছু স্থানে প্রদীপ জ্বালালে বিশেষ সুবিধা লাভ করতে পারেন। কালী পুজোর রাতে বাড়ির এই স্থান গুলোতে প্রদীপ জ্বালাজে ভাগ্য আপনার সাথে দেবে।

lady comfy

আরো পড়ুন :- কালী পুজোর দিন ভুলেও করবেন না এই কাজ গুলি ! বিস্তারিত পড়ুন

যদি আপনি ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে দীপাবলির রাতে বাড়ির তুলসী গাছের নিচে একটি মাটির প্রদীপ জ্বালান। বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তবে যে কোনো গাছের নিচেও রাখতে পারেন।

তবে এই প্রদীপ গরুর দুধের ঘি দিয়ে জ্বালাবেন। এছাড়া বাড়ির প্রধান দরজার চারপাশে ও কিছু প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়া বট গাছের নিচে ও নিকট বর্তী মন্দিরে এই ঘি এর প্রদীপ জ্বালাতে পারেন।

এছাড়াও জানালায় , বাড়ির ছাদে , বাথরুমের পাশে এই প্রদীপ জ্বালালে উপকার পাবেন।

আরো পড়ুন :- ঘরে রাখুন কিছু জিনিস ! যা ভাগ্য বদলে দেবে

Bangla news dunia Desk

মন্তব্য করুন