Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
কালসর্প যোগ :-
জন্ম কুন্ডলী তে রাহু ও কেতুর একপার্শ্বে সব কয়টি গ্রহ থাকলে যে যোগ তৈরি হয় সেটাকে সনাতন জ্যোতিষ শাস্ত্রের ভাষাতে কালসর্প যোগ নামে অভিহিত করা হয়।।
যদিও আধুনিক জ্যোতিষে এর বিশেষ গ্রহন যোগ্যতা নেই।।
তার এক বিশেষ কারণ এই যে প্রাচীন জ্যোতিষ শাস্ত্র গ্রন্থাদিতে যেমন বৃহদসংহিতা, বৃহৎ জাতক, ফলদীপিকা , পরাশরীয় হোরা , গর্গ সংহিতা , উত্তর কালমৃত জৈমিনি সূত্রম , মানস সাগরীয় পদ্ধতি , ত্যাজিক নীলকন্ট ইত্যাদি তে এর উল্লেখ নেই।। যদিও এই যোগের ফল সম্পর্কে আধুনিক শাস্ত্র ও অনেক টাই স্বীকার করে নিয়েছেন।।
এই যোগের একটি পৌরানিক কাহিনীও আছে……..
কালসর্প যোগের পিছনে রাহু ও কেতুর ভূমিকা রয়েছে।।
পুরাণ মতে, স্বরভানু নামে এক অসুর সমুদ্র মন্থনের কালে অমৃত আস্বাদন করেছিল। তার মুণ্ড ছিন্ন করেন মোহিনীরূপী বিষ্ণু। কিন্তু তার ছিন্নমুণ্ড ও ধড় অমৃতপানের ফলে অমরত্ব লাভ করে। মুণ্ডটি রাহু এবং দেহটি কেতু নামে পরিচিত হয়ে মহাবিশ্বে ঘুরে বেড়াতে থাকে।।
কালসর্প ভঙ্গ কাদের হয়? – রাহু ও কেতু যদি কেন্দ্র, ত্রিকোনে বলশালী অবস্থায় থাকে। রাহু ও কেতু তুঙ্গস্থ হলে। রাহু ও কেতু যদি কোন শুভ যোগ সৃষ্টি করে। লগ্ন পতি, নবম পতি, ও একাদশ পতি যদি বলশালী হয়। অন্যান্য গ্রহের অবস্থান শুভ হয়।।
এই যোগের কারনে শুভ কাজে বাধা বিপত্তি , মানসিক অশান্তি , দুশ্চিন্তা, আত্মবিশ্বাসের অভাব, স্বাস্থ্যের অবনতি, দারিদ্রতা, পরিবার, আত্মীয় বন্ধুর সঙ্গে মতবিরোধ , ও তাদের দ্বারা ক্ষতি ইত্যাদি হয়ে থাকে ।।
রাশিচক্রে রাহু- কেতুর বিভিন্ন অবস্থানের কারণে কালসর্প যোগ কে 12 টি ভাগে ভাগ করা হয়েছে যথা :-
1) অনন্ত কালসর্প যোগ :-
লগ্নে রাহু ও সপ্তমে কেতু থাকলে এই যোগটি তৈরি হয়।।
এর ফলে মাথা গরম, স্বাস্থ্য খারাপ ,দাম্পত্য জীবনে অশান্তি, নিকট আত্মীয়ের সঙ্গে শত্রুতা ,মামলা-মোকদ্দমায় পরাজয় ইত্যাদি হয়ে থাকে।।
2) কুলিক কালসর্প যোগ :-
লগ্নের দ্বিতীয়ে রাহু ও অষ্ঠম কেতু থাকলে এই যোগ গঠিত হয়।।
এর ফলে অর্থ আয় ও সঞ্চয়ে সমস্যা , ব্যয় বেশি, আত্মীয় স্বজন কর্তৃক উপেক্ষিত, সারাজীবন সংগ্রাম , দুর্ঘটনা, রক্তপাত , বিষক্রিয়া ইত্যাদি হয়ে থাকে।।
3) বাসুকি কালসর্প যোগ :-
লগ্নের তৃতীয়ে রাহু ও নবমে কেতু থাকলে সে যোগ তৈরি হয়।।
এর ফলে ভীতু, আত্ম বিশ্বাসের অভাব, ভাতৃ ভাব অশুভ, বিদেশে বিপদ, লড়াই করার ক্ষেত্রে অসমর্থ , আইন গতিতে সমস্যায় অর্থ নাশ ইত্যাদি হয়ে থাকে।।
4) সংকল্প কালসর্প যোগ :-
চতুর্থে রাহু ও দশমস্থ কেতুর দ্বারা সৃষ্ট।।
এর ফলে বাড়ি বাস্তু দোষ যুক্ত, বাড়িতে অশান্তি, গাড়ি জায়গা জমি নিয়ে সমস্যা , কর্ম ক্ষেত্রে জঠিল তা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, মাতৃ বিরোধ ও মায়ের শারীরিক সমস্যা ইত্যাদি হয়ে থাকে।।
5) পদ্ম কালসর্প যোগ :-
পঞ্চমে রাহু ও একাদশে কেতু থাকলে পদ্ম কালসর্প যোগ তৈরি হয়।।
এর ফলে শিক্ষায় , সন্তান লাভে বাধা, প্রথম সন্তানের সাথে মত বিরোধ , স্পেকুলেশন সমস্যা, আয় জনিত বাধা ইত্যাদি হয়ে থাকে।।
6) মহাপদ্ম কালসর্প যোগ :-
ষষ্ট ভাবে রাহু ও দ্বাদশে কেতু থাকলে এই যোগ তৈরি হয়।।
এরফলে বিমর্ষ, বিষাদ গ্রস্থ, মানসিকতা , কারো সাথে সুসম্পর্ক থাকে না, ইত্যাদি হয়ে থাকে।।
৭) তক্ষক কালসর্প যোগ :-
সপ্তমে রাহু ও লগ্নে কেতু থাকলে ও তার মাঝে এক পার্শে বাকি সব কয়টি গ্রহ থাকলে তক্ষক কালসর্প যোগ হয়।।
এরফলে বিবাহিত জীবন ও ব্যবসায় ক্ষেত্রে অশুভ ফল দেয়।।
৮) করকেতিক কালসর্প যোগ :-
অষ্টম স্থানে রাহু ও দ্বিতীয়ে কেতু থাকলে এই যোগ হয়।।
এর ফলে পারিবারিক সম্পত্তি , স্বাস্থ্যের জন্য অশুভ ফল দেয়।।
৯) শঙ্খ নাদ কালসর্প যোগ :-
নবমে রাহু ও তৃতীয়ে কেতু থাকলে শঙ্খ নাদ কাল সর্প যোগ হয়।।
এর ফলে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ও সরকারি কাজ কর্মের ক্ষেত্রে অশুভ ফল দান করে।।
১০) পতিক কালসর্প যোগ :-
দশমে রাহু ও চতুর্থে কেতু থাকলে এই যোগ হয়।।
এর ফলে কর্ম ক্ষেত্রে উচ্চ স্তরের কর্মচারীর সাথে মতবিরোধ , প্রবল বাস্তু দোষের সম্ভাবনা ইত্যাদি হয়ে থাকে।।
১১) বিষাক্ত কালসর্প যোগ :-
একাদশে রাহু ও পঞ্চমে কেতু থাকলে এই যোগ হয়।।
এর ফলে বড় ভাইয়ের সাথে মত বিরোধ, প্রবাস বাস, হার্টের ব্যাধি,অনিদ্রা ইত্যাদি হয়ে থাকে।।
১২) শেষ নাগ কালসর্প যোগ :-
দ্বাদশে রাহু ও ষষ্ঠ স্থানে কেতুর অবস্থানে এই যোগের তৈরি হয়।।
এর ফলে যে ব্যক্তির এই যোগ থাকে, তাঁকে সারাজীবন বিভিন্ন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে যেতে হয়। শত চেষ্টা করেও তার সেই দুর্ভাগ্যকে জয় করা কঠিন হয়ে পড়ে।।
বিঃদ্রঃ :- বন্ধুরা কালসর্প দোষ থাকলেই যে সব সময় আপনার সকল শুভ ফল নষ্ট করে দেবে তা নয় মনে জোড় রাখুন ভন্ড বাবাদের কথা ছেরে নিজের প্রতি বিশ্বাস আনুন তারপর এর ওপর যদি আপনারা প্রতিকার করেন তবে সকল অশুভ প্রভাব কেটে যাবে।।
এমন অনেক বিখ্যাত মানুষের কালসর্প দোষ ছিল এবং আছে যারা প্রতিকার করিয়েছেন এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন।।
আমাদের অতি পরিচিত কিছু মানুষ যেমন সম্রাট আকবর, পন্ডিত জহরলাল নেহেরুর, শচীন টেন্ডুলকার, শ্রীদেবী এবং তার কন্যা জানভি ইত্যাদি কালসর্প দোষ আছে।।
তথাপি তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন এবং সম্মানীয় ব্যক্তি।।
প্রতিকার :-
১) যে জাতক-জাতিকার জন্ম কুণ্ডলীতে কালসর্প দোষ বর্তমান তারা অবশ্যই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের মাতা পিতা কে প্রণাম করবেন এবং তাদের আশীর্বাদ নেবেন।।
( যদি মাতা পিতা না থাকে তবে মাতা পিতার ফটো তে প্রণাম জানাবেন বা মাতা পিতা স্থানীয় ব্যক্তির কে প্রণাম করবেন।।)
২) প্রতিদিন উত্তর দিকে মুখ করে স্নান করবেন এবং নিজের মাথায় জল ঢালতে ঢালতে এই মন্ত্র বলবেন ৯ বার।
” ওম নমঃ শিব তরায় নমঃ”
৩) চেষ্টা করবেন রান্না ঘরে বসে অন্য গ্রহণ করতে।।
৪) আপনার শোবার ঘরের বিছানায় ও জানালায় লাল রঙের চাদর ও পর্দা ব্যবহার করবেন।।
৫) আপনার শোবার ঘরের পশ্চিম দেয়ালে ১২ টি পরিষ্কার ময়ূরের পালক বা ময়ূর পালকের পাখা লাগিয়ে রাখবেন।।
৬) প্রতিদিন অথবা শনি মঙ্গলবার হনুমানজির পুজা দেবেন এবং হনুমান চালিশা পাঠ করবেন। শনি ও মঙ্গলবার অবশ্যই নিরামিষ আহার করবেন।।
৭) মাসের যে কোন শনিবার দেবদারু, কালো সরষে ও লোবান ফুঁটিয়ে স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করবেন।।
৮) শুভ মুহূর্তে দেখে দুইটি রুপোর নাগপাশ তৈরি করে নিয়ে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গ অর্পণ করবেন এবং পূজা দেবেন।।
৯) শনিবার আটা মেখে তার সাথে কালো তিল মিশিয়ে ১০৮ টি গুলি তৈরি করে পুকুরে বা দীঘিতে গিয়ে মাছকে খাওয়াবেন।।
১০) পারদ শিবলিঙ্গ স্থাপন করে প্রতিদিন কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন ৪১ দিন পরপর এবং তারপর প্রতি সোমবার করে যাবেন।।
১১পারদ শিবলিঙ্গের পাশে অভিমন্ত্রিত কালসর্প দোষ নিবারণ যন্ত্র স্থাপন করবেন এবং নিত্য পূজা করবেন।।
১২) কালসর্প দোষ প্রবল হলে কালসর্প রুদ্র দোষ নাশক কবচ ধারণ করবেন।।
১৩) ১১ টি নারকোল পূজা করে ১১টি শনিবার নদীতে ভাসিয়ে দেবেন নিজে হাতে।।
১৪) মহা মৃত্যুঞ্জয় কবজ এবং জপ নিত্য করবেন।।
১৫) কালসর্প দোষকে খণ্ডণ করতে নাগপঞ্চমীতে পূজা করুন, সন্তুষ্ট রাখতে হবে নাগদেবতাকে এর সঙ্গে বাড়িতে কালসর্প যন্ত্র টাঙান,যার থেকে শুভ শক্তি বেরিয়ে শুভ প্রভাব বিস্তার করবে।।
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন জটিল ও কঠিন সমস্যা সমাধান করাতে আজই যোগাযোগ করুন………
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912