Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী ১০১ টি নিয়মের মধ্যে ১৫ টি নিয়ম নিয়ে এখানে আলোচনা করা হলো। বাকি আরো নিয়ম গুলো পরবর্তী আর্টিকেল এ দেওয়া হবে।
১) রান্নাঘরে দক্ষিণ দিকে কোনও জানলা করবেন না।।
২) রান্নাঘরের সঙ্গে জলের কোনও উৎসের যোগ থাকা উচিৎ নয়।।
৩) বাড়ির মহিলাদের রোজ সকালে উঠে প্রধান দরজায় জল দেওয়া উচিৎ। এতে লক্ষ্মী প্রসন্ন হন।।
৪) প্রধান দরজার কাছে পারলে ছোট হলেও ঘণ্টা রাখার চেষ্টা করুন।।
৫) প্রধান দরজা বাড়ির একদম মুখোমুখি হতে নেই। একটু ডান দিক বা বাঁ দিক ঘেঁষে করুন।।
৬) প্রধান দরজা সবও সময়ে ভিতর দিক করে খোলা উচিৎ, বাইরের দিক করে নয়।।
৭) একটি ধাতুর তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখুন, এতে শুভ হয়।।
৮) বাড়ির উত্তর দিকে পিপল গাছ থাকা ঠিক নয়।।
৯) রান্নাঘরের দক্ষিণ- পশ্চিম দিকে খাবার রাখা উচিৎ।।
১০) রান্নাঘরের আলো না জ্বালিয়ে আগুন ধরানো ঠিক নয়। এতে বাচ্চাদের ক্ষতি হয়।।
১১) রান্নাঘরে গিয়ে কখনই কাঁদা উচিৎ নয়।।
১২) উত্তর দিকের মেঝের টাইলস বা রঙ একটু ডার্ক হলে ভালো।।
১৩) বাড়ির উত্তর- পশ্চিম দিকের পর্দা যদি একটু গ্রে রঙের হয় তাহলে তা শুভ ধরা হয়।।
১৪) সিঁড়ির শুরুতে ব শেষে কোনও দরজা থাকা শুভ নয়।।
১৫) কোনও কিছুর ফুলকি বা ধরুন কোনও ঝরনার জল বাড়ির ভিতরে আসতে দেবেন না। বিশেষ করে কোণের দিকে তো নয়ই।
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন জটিল ও কঠিন সমস্যা সমাধান করাতে আজই যোগাযোগ করুন………
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912