Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী ১০১ টি নিয়মের মধ্যে ১০ টি নিয়ম নিয়ে এখানে আলোচনা করা হলো। বাকি নিয়ম গুলো পরের আর্টিকেল এ দেওয়া হবে।
১) ডাইনিং টেবিল কখনই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয়। দরজা থেকে যেন টেবিল দেখা না যায়।।
২) উত্তর-পূর্ব কোনে দিকে তুলসী মন্দির রাখা উচিৎ।।
৩) যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সব সময়ে দক্ষিণ দিকে হওয়া উচিৎ।।
৪) বাড়িতে যে দরজা দেওয়া তাক থাকে তার দরজা এমন ভাবে করবেন যেন তা খোলার সময়ে উত্তর দিক করেই খোলে।।
৫) যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময়ে শব্দ হয় তাহলে তা শুভ নয়। দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয়।।
৬) ঘুমোবার সময়ে উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমোবেন না। এতে শরীর খারাপ হয়।।
৭) বাড়ির দক্ষিণ- পূর্ব কোণে কখনই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই। থাকলে তা সরিয়ে দিন।।
৮) বাড়ির উত্তর- পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন। এখানে বেশি কিছু তৈরি করবেন না।।
৯) বেডরুমে বিছানা পাতার সময়ে মনে রাখবেন যেন খাটের উপর কোনও বিম না থাকে। এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়।।
১০) বাড়ির উত্তর- পূর্ব দিক সব সময়ে পরিষ্কার রাখুন। না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে।
সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার বাড়িতে বসেই শুধু মাত্র রশি, লগ্ন, ও গন জানতে চান?
তাহলে আজই…..
১. আপনার নাম?
২. জন্ম তারিখ, মাস, বছর?
৩. জন্ম সময়?
৪. জন্ম স্থান?
৫. নিজস্ব ফটো?
What’s app এ সব লিখে জানান, জানানোর পর কিছু সময় অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য হতে পারে এটা এক দিন বা এক সপ্তাহ।
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912