Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী ১০১ টি নিয়মের মধ্যে ১০ টি নিয়ম নিয়ে এখানে আলোচনা করা হলো। এখানে ১১ থেকে ২০ নম্বর নিয়ম দেওয়া হল। বাকি নিয়ম গুলো পরের আর্টিকেল এ দেওয়া হবে।
আপনি যদি ১ থেকে ১০ নম্বর নিয়ম জানতে চান তবে , আগের আর্টিকেল দেখুন।
বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী ১ থেকে ১০ নম্বর নিয়ম জানুন
১১) বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ করুন। বাথরুমের দরজা খোলা রাখলে সব সময়ে তা নেগেটিভ এনার্জি তৈরি করে।।
১২) বাড়ির হল ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো। এতে পজিটিভ এনার্জি আসে।।
১৩) ঘর পরিষ্কার করার কোনও রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে। থাকলে সরিয়ে নিন।।
১৪) রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না।।
১৫) টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর- পশ্চিম বা দক্ষিণ- পূর্ব দিকে। কিন্তু কখনই তা উত্তর বা দক্ষিণ- পশ্চিম দিকে রাখা ঠিক হবে না।।
১৬) বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিৎ নয়।।
১৭) সন্ধেবেলা বাড়িতে ধূপকাঠি দেখান। এটি শুভ হিসেবে ধরা হয়।।
১৮) ঠাকুর পুজো করার সময়ে আপনার মুখ যেন উত্তর- পূর্ব দিক করে থাকে।।
১৯) ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিৎ। তাতে নয়টি গোল্ডফিস আর একটি কালো গোল্ডফিস রাখুন। এতে শুভ হবে।।
২০) বেডরুমে কোনও জলাধার, তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না। থাকলে তা সরিয়ে দিন।
————————————————————————
সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার বাড়িতে বসেই শুধু মাত্র রশি, লগ্ন, ও গন জানতে চান?
তাহলে আজই…..
১. আপনার নাম?
২. জন্ম তারিখ, মাস, বছর?
৩. জন্ম সময়?
৪. জন্ম স্থান?
৫. নিজস্ব ফটো?
What’s app এ সব লিখে জানান, জানানোর পর কিছু সময় অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য হতে পারে এটা এক দিন বা এক সপ্তাহ।
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912