বৃশ্চিক রাশির জাতক – জাতিকাদের এই বছর কেমন চলছে দেখে নিন।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এ রাশির জাতকের বছরের শুরুতে জানুয়ারিতে শনি এই রাশির তৃতীয় ঘরে প্রবেশ করেছে আর অন্যদিকে বৃহস্পতি মার্চের একেবারে শেষে দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে বছরের শুরুতে এ রাশির জাতক জাতিকারা কোনও নতুন কাজ শুরু করে থাকলে সেই কাজে সাফল্য মিলেছে।

এ বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদোন্নতি, সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। যথেষ্ট পরিমাণে অর্থব্যয় হলেও উপার্জন বৃদ্ধির ফলে তুলনামূলক ভাবে অধিক ধন সঞ্চয়ে সক্ষম হবেন এই রাশির জাতকরা। ব্যবসায় আর্থিক সংকট কেটে গিয়ে অধিক উন্নতিলাভের যোগ রয়েছে।।

এ বছর বৃহস্পতি দ্বিতীয় ঘরে উপস্থিত হওয়ার ফলে পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। নতুন বছরে জাতক জাতিকারা মানসিক এবং শারীরিকভাবে খুব ভাল থাকবেন। গোপন শত্রুতার কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে। কারণ, বছরের মধ্য ভাগ থেকে আত্মীয়দের সঙ্গে বিবাদ, মনোমালিন্যের যোগ রয়েছে।।

সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তা বাড়বে। তবে সন্তানের কৃতিত্বে গৌরব বৃদ্ধি পাবে। এ রাশির বিদ্যার্থীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। বিবাহ বা নতুন সম্পর্কের জন্য ভাল সময়।

—————————————————————————–

জ্যোতিষ সম্পর্কিত যে কোন সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন…….

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

যোগাযোগ – 9093476035 , 8906174912

Bangla news dunia Desk

মন্তব্য করুন