Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
এই শ্রাবণ মাসকে মনে করা হয় শিবের মাস।।
এই বিশেষ মাসের সোমবার গুলিতে দেবাদীদেব মহাদেবের পুজোয় জীবন হয়ে ওঠে সুন্দর ও সুস্থির।।
অনেকেই মনে করেন, শ্রাবণ মাসের পর পর সোমবার শিবের পুজো করলে সকল মনের ইচ্ছে পূরণ হয়।।
তাই বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু নিয়ম পালন করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায়।।
জেনে নিন সেই নিয়মগুলি :-
১) শ্রাবণ মাসের সোমবারের পুজো করার সময় মহাদেবকে আতপ চাল অর্পন করতে ভুলবেন না।এমনটা মনে করা হয়, এই পুজোর সময় চাল অর্পন করলে আর্থিক সমস্যা কমে যায় এবং অর্থ বৃদ্ধি পেতে থাকে।।
২) প্রতি সোমবার উপোস করে শিবমন্ত্র জপ করে মুগডাল অর্পন করলে দ্বন্দ্ব, বিদ্বেষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া মনের ইচ্ছে পূর্ন হয়৷।
৩) মহাদেবের পুজোয় আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, দুধ দিয়ে স্নান করান।।
৪) শ্রাবণ মাসের প্রতি সোমবার যব দিয়ে যদি মহাদেবের আরাধনা করা হয় তবে বাড়ির ভিতরের অশুভ শক্তি দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করে।।
৫) শাস্ত্রমতে, শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজোয় গম অর্পন করলে দ্রুত সন্তান ধারণের স্বপ্ন পূরণ হয়।।
৬) শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পূজোয় তিল অর্পন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত সুফল পাওয়া যায়। শরীর থেকে সমস্ত রোগ দ্রুত নিরাময় হয়ে যায়।।
শ্রাবণ মাসের এই সোমবার নিয়ে পুরাণেও রয়েছে এক বিশেষ গল্প। এই গল্প হল এক ঋষি মার্কান্ডের। মার্কান্ডের পিতা সন্তান লাভের জন্য তার স্ত্রীকে নিয়ে মহাদেবের উপাসনা করতে থাকেন। তাদের এই উপাসনায় ভগবান শিব সন্তুষ্ট হন। এবং তাদের আশীর্বাদ করেন। তারা এই আশীর্বাদ প্রাপ্ত হয় যে, তারা দুধরণের মধ্যে যেকোনো একধরনের সন্তান লাভ করতে পারেন। হয় অল্প বুদ্ধির দীর্ঘ জীবনের সন্তান পাবেন। নাহলে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সল্প আয়ুর সন্তান পাবেন। তারা বুদ্ধি মত্তা যুক্ত সন্তান বেঁছে নেন। এরপর তারা জন্ম দেন এক সন্তানের। এবং নাম দেন মার্কাণ্ড।
মার্কাণ্ড ছোটবেলা থেকেই ছিলেন মহাদেবের পরম ভক্ত। মহাদেবের উদ্দেশ্যে একবার কঠিন তপস্যা করেন। তিনি তপস্যাতে এতোটাই একাগ্র ছিলেন যে, যমদূতরা তাকে নিতে এলেও তার ধ্যান ভাঙ্গে না। শেষে যমরাজ নিজে এলে, তাকে বিরক্ত করার জন্য যমরাজকে শাস্তি দিতে আবির্ভূত হন মহাদেব স্বয়ং। ও মার্কাণ্ডকে শতায়ু প্রদান করেন। তারপর মার্কাণ্ড মৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করে শিবের বন্দনা করেন শ্রাবণ মাসে।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র :-
” ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্ ”
এই খাবার গুলো এই শ্রাবণ মাসে মোটেই খাবেন না :-
এইসময় সবুজ শাকসবজি এড়িয়ে যেতে বলা হয়।।
ধর্মীয় কারনের পাশাপাশি, বৈজ্ঞানিক কারণও আছে। বলা হয় এইসময় সবুজ শাক-সব্জিতে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় বেশী।।
সবুজ শাকসবজি ছাড়াও বিশেষত বেগুন খেতে বারন করা হয়।।
ধর্মীয় কারন ছাড়াও, বলা হয়, এই সময়ে বেগুনে পোকা হয় বেশী।।
এছাড়াও দুগ্ধজাত খাবার খেতে বারন করা হয়।।
তাহলে দেখলেন তো, শ্রাবণ মাসের সোমবারের কতো মহিমা?
তাই মহাদেবের ভক্তরা, মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই এই বিশেষ সোমবারে, মহাদেবের আরাধনা করতে ভুলবেন না।।
—————————————————————————-
সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আপনি আপনার বাড়িতে বসেই শুধুমাত্র রশি, লগ্ন, ও গন জানতে চান?
তাহলে আজই…..
১. আপনার নাম?
২. জন্ম তারিখ, মাস, বছর?
৩. জন্ম সময়?
৪. জন্ম স্থান?
৫. নিজস্ব ফটো?
What’s app এ সব লিখে জানান, জানানোর পর কিছু সময় অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য হতে পারে এটা এক দিন বা এক সপ্তাহ।।
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912