RBI-র নতুন নিয়মে কী প্রভাব পড়বে আপনার ব্যাঙ্ক একাউন্টে ? বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি রিজার্ভ ব্যাংক (RBI) ব্যাংক একাউন্ট গ্রাহকদের জন্য একটি নতুন ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে নির্দিষ্ট সীমার বেশি টাকা ব্যাংক একাউন্টে রাখলে সেই অর্থের উপর অতিরিক্ত চার্জ কাটা হতে পারে, এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ গ্রাহকের উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক, এই নতুন নিয়মের প্রভাব, কারণ এবং কীভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।

ব্যাংক একাউন্টে টাকা রাখলেই চার্জ! কী বলছে RBI এর নতুন নির্দেশিকা?

এছাড়াও দেশের সকল সরকারি বা বেসরকারি ব্যাংকে গ্রাহকদের আমানতের ২.৫% টাকা নগদ বা ক্যাশে রেখে দিতে হবে। যাতে কোন ধরণের সমস্যা হলে গ্রাহকদের কোন সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। এছাড়াও আরও এক কথা জানতে পাওয়া যাচ্ছে যে, কিছু নির্দিষ্ট Public ও Private ব্যাংকে গ্রাহকের একাউন্টে যদি নির্দিষ্ট সীমার বেশি টাকা থাকে, তাহলে ব্যাংক অতিরিক্ত চার্জ ধার্য করতে পারবে, এই চার্জ সাধারণত “Balance Maintenance Fee” বা “Excess Balance Charge” নামে পরিচিত, এটি মূলত সঞ্চয় পত্র (Savings Account) এবং চলতি হিসাব (Current Account) দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।

কেন এই চার্জ বসানো হচ্ছে?

বাজারে অতিরিক্ত তরল অর্থ থাকলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, তা নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ, ব্যাংকে অকারণে বিশাল অঙ্কের টাকা জমা থাকলে তা পরিচালনায় খরচ বাড়ে, মানুষ যাতে সঞ্চয়ের চেয়ে লেনদেন বেশি করে, সেই লক্ষ্যে এই নিয়ম। এবারে কোটি কোটি গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকল গ্রাহকদের জন্য।

গ্রাহকদের উপর কী প্রভাব পড়তে পারে?

  • অনেকেই এখন থেকে একাউন্টে সীমিত টাকা রাখার চেষ্টা করবেন।
  • বাড়তি টাকা ফিক্সড ডিপোজিট (FD) বা অন্য বিনিয়োগে স্থানান্তর করতে হতে পারে।
  • বিভিন্ন ব্যাংকের নিয়ম আলাদা হবে, ফলে ব্যাংক বদলের চিন্তা করতে পারেন অনেকে।

কোন কোন ব্যাংকে এই নিয়ম প্রথমে চালু হতে পারে?

  1. বড় বেসরকারি ব্যাংক যেমন HDFC Bank, ICICI Bank, Axis Bank এই নিয়ম চালু করতে পারে।
  2. কিছু Public Sector ব্যাংকও (যেমন SBI, Bank of Baroda) পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করতে পারে।

গ্রাহকদের জন্য কিছু প্রয়োজনীয় পরামর্শ

আপনার ব্যাংকের নিয়ম জানুন: আপনার একাউন্টে কত টাকা রাখলে চার্জ কাটা হবে, তা নিশ্চিত হয়ে নিন, বিকল্প বিনিয়োগ চিন্তা করুন: অতিরিক্ত টাকা FD, RD, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন, Bank Notifications খেয়াল রাখুন: SMS বা Email-এর মাধ্যমে ব্যাংক যে সব আপডেট পাঠায়, তা মনোযোগ দিয়ে পড়ুন, RBI এর এই নিয়মে চার্জ কাটা থেকে বাঁচতে কিছু বিকল্প উপায় হলো, একই ব্যাংকে একাধিক একাউন্ট খোলা না রেখে, বিভিন্ন ব্যাংকে টাকা ভাগ করে রাখা, নির্দিষ্ট সীমার মধ্যে টাকা রেখে বাকিটা সঞ্চয় বা বিনিয়োগ করা, ডিজিটাল ওয়ালেট বা UPI ভিত্তিক কিছু App ব্যবহার করে টাকা সংরক্ষণ ও লেনদেন করা।

শেষ কথা

RBI এর এই নতুন নির্দেশিকা সাধারণ গ্রাহকদের ব্যাংকিং অভ্যাসে কিছু পরিবর্তন আনতে চলেছে। যদিও এতে কিছুটা অসুবিধা হবে, তবুও সচেতনতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি এই নিয়মকে নিজের পক্ষে কাজে লাগাতে পারেন। এই সম্পর্কে সরকারের তরফে কিছু জানানো হয়নি এবারে সকলের উচিত সরকারি আদেশের জন্য অপেক্ষা করা যাতে কোন ধরণের সমস্যা না হয়।

 

আরও পড়ুন:- সোমবার থেকে ৩০ দিন বন্ধ মা উড়ালপুল, কোন পথে গাড়ি চলবে? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন