Bangla News Dunia, Pallab : অনেকেই দেখেছি, ৫০০ টাকার নোটে (500 Rupee Note) ভারতীয় রিজার্ভ ব্যাংকের বদলে মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া লেখা রয়েছে। আর সেই নোটটি অনেকটা আসলের মতোই দেখতে। এক ঝলকে দেখে ধরাই যাচ্ছে না। এমনই এক প্রতারণার ঘটাল উত্তর ২৪ পরগনা সন্দেশখালিতে। হ্যাঁ, জাল টাকার নামে কোটি টাকার কাগজ ছেপে চালানো হচ্ছিল বিস্কুটের পেটি অপারেশন।
আরও পড়ুন : গলায় মাছের কাঁটা আটকে গেলে খুব সহজে চটজলদি বের হবে, জেনে রাখুন গোপন ট্রিকস
ঘটনাটি কী?
আসলে গত ১৮ জুলাই সন্দেশখালির ধামাখালি এলাকায় এক গেস্ট হাউসের সামনে একটি গাড়ি দাঁড়ায়। গাড়ি থেকে একের পর এক বিস্কুটের পেটি নামানোতে স্থানীয়দের সন্দেহ হয়। তারা থানায় খবর দেন। পুলিশ এসে খুলতেই চমকে যায়, যে ভেতরে রয়েছে মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছাপা একের পর এক ৫০০ টাকার বান্ডিল।
যতটা নিখুঁতভাবে ছাপা, তাতে এক ঝলকে বোঝার উপায় নেই। এমনকি নোটগুলি ব্যাংকে জমা দিয়েও দেওয়া যাবে অনায়াসে। আর যদি সত্যিই এগুলি আসল টাকা হয়, তাহলে পুলিশ সূত্রের খবর, তার মূল্য প্রায় ৭ কোটি টাকা দাঁড়াতে পারে।
গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঘটনার তদন্ত নেমে পুলিশ প্রথমে দক্ষিণ ২৪ পরগনা সিরাজ উদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী নামের ২ যুবককে গ্রেফতার করে। এরপর বীরভূমের রামপুরহাট থেকে গ্রেফতার করা হয় চক্রের মূল মাথা তিস্তা সেনকে। জানা গিয়েছে, তিস্তা উত্তর ২৪ পরগনা রাজারহাটের বাসিন্দা এবং আগেও তার নাম পুলিশের খাতায় ছিল।
জেলা পুলিশ সুপার মেহেদী হাসান জানিয়েছেন যে, তিস্তা এই চক্রের সবথেকে বড় পরিকল্পনাকারী। সে কীভাবে পুরো প্রতারণা ঘটাবে, কোথায় হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সবকিছুরই নেতৃত্ব দিত।
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর