RG করের নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশ কমিশনারের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab  : আরজি করের নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্ত হবে বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তাঁর কথায়, ‘ওঁকে মারধর করা হয়েছে, এই অভিযোগ সত্যি না মিথ্যা, তা খতিয়ে দেখা হবে।’

আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়

আরজি করের ধর্ষণ এবং খুনের এক বছরের মাথায় শনিবার ‘নবান্ন অভিযান’ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। মিছিলে ছিলেন নির্যাতিতার মা-বাবা। পার্ক স্ট্রিট মোড়ের কয়েকশো মিটার আগেই বড় ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল পুলিশ। এনিয়ে উত্তেজনা ছড়ায়। ঝামেলা চলাকালীন পুলিশ তাঁকে মারধর করেছে বলে অভিযোগ করেন নির্যাতিতার মা। তাঁর কপাল ফুলে যায়। নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ শনিবার পুলিশের তরফে নস্যাৎ করে দেওয়া হয়েছিল।

রবিবার সকালে কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। সব কিছু না দেখে এখনই আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়।’ তাঁর সংযোজন, ‘ওঁর নিশ্চয়ই ‘ইনজুরি’ হয়েছে। সেটা দুঃখজনক। তবে সেটা কেন হল, কীভাবে হল, সেটা দেখা হচ্ছে। যদি মহিলার গায়ে হাত তোলা হয়ে থাকে, তবে সেই কাজ কারা করেছেন, তা তদন্ত করে দেখা হবে।’

অন্যদিকে, কলকাতা পুলিশের তরফে সাতটি এফআইআর দায়ের হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। লালবাজার সূত্রে খবর, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেতা কৌস্তভ বাগচীর নাম রয়েছে এফআইআরে। এদিকে, লালবাজারের তরফে জানানো হয়েছে, নবান্ন অভিযানে পাঁচ পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন