RG কর কাণ্ডের জের ? বহু চিকিৎসকের বেতন বন্ধ করল রাজ্য সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আর জি কর কান্ডের প্রতিবাদ করার ফলে শাস্তির মুখে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ১৬ জন চিকিৎসক? উঠছে এমন প্রশ্ন। বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে এই ১৬ জন চিকিৎসকের বেতন। সরকার কী বলছে, চিকিৎসকদের বেতন কেন বন্ধ করে হল? জেনে নেওয়া যাক বিস্তারিত।

আরও পড়ুন : এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি

কপাল পুড়ল বহু চিকিৎসকের

দিনের পর দিন হাসপাতালের দায়িত্ব পালন করেননি তাঁরা, এই অভিযোগে ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হাসপাতালে কেন গরহাজির? এ ব্যাপারে জানতে চেয়ে দেওয়া হয়েছিল নোটিশ, উত্তর আসেনি বলে অভিযোগ। তারপরেই এই পদক্ষেপ নিল রাজ্য সরকার।

রাজ্য সরকারের এই পদক্ষেপ বিতর্কের সৃষ্টি করেছে। আর জি কর কান্ড গোটা রাজ্য তথা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। রাজ্যের সকল স্তরের মানুষ প্রতিবাদে দিনের পর দিন রাস্তায় নেমেছেন। চিকিৎসকরাও বিচারের দাবি চেয়ে নেমেছিলেন রাজপথে। কোনো কোনো চিকিৎসক শিলিগুড়ি থেকে কলকাতায় এসে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন : অজানা ভাইরাসে মৃত্যু হাজার হাজার মুরগির, সতর্কতা জারি কেন্দ্রের !

হাসপাতাল থেকে ছুটি না নিয়েই তাঁরা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ। এরপর বেতন বন্ধের সিদ্ধান্ত। অনিয়মিত হাজিরার কারণে ১৬ জন সিনিয়র চিকিৎসকের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। ইতিমধ্যে বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা।

বন্ধ করা হল বেতন

১৬ জন চিকিৎসকের বেতন না দেওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের একাংশের দাবি, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ফলেই এই পদক্ষেপ। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেছেন, “তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার নামে প্রতিবাদী চিকিৎসকদের হেনস্থা করছে সরকার। এই সরকারের বিরুদ্ধে মুখ খুললেই প্রতিহিংসার মুখে পড়তে হবে।”

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন