Bangla News Dunia, Pallab : অভিশপ্ত সেই ৮ অগাস্ট রাত। আরজি কর হাসপাতালের সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হয়েছিল কর্তব্যরত তরুণী চিকিৎসককে। সেই ঘটনার এক বছর। শুক্রবার রাত দখলের ডাক (RG Kar Protest) দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মশাল মিছিল। গন্তব্য ছিল শ্যামবাজার। রাতভর অবস্থান কর্মসূচির পর শনিবার সকালে রাখিবন্ধন কর্মসূচি।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়
এদিকে এদিন নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছেন নির্যাতিতার মা-বাবা। ওই কর্মসূচিকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি নেতৃত্ব। তবে এদিন নবান্ন বা কালীঘাট অভিযানে আপত্তি জানিয়েছে কলকাতা এবং রাজ্য পুলিশ (Police)। বিক্ষোভ-প্রতিবাদের জন্য দু’টি বিকল্প জায়গার কথা বলেছেন তারা। তার একটি হল সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। অপরটি, রানি রাসমণি চত্বর। এদিন কলকাতার নানা জায়গায় বিক্ষোভ-সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে গতকাল থেকে দিকে দিকে চলে প্রতিবাদ। মেদিনীপুর শহরে বামপন্থী সংগঠনগুলির যৌথ মিছিল করে। বিচারের দাবিতে মালদা মেডিকেল কলেজে দেওয়াল লিখে প্রতিবাদ জানান জুনিয়ার ডাক্তাররা। গতকাল WBJDF-এর প্রতিবাদ মিছিলে ছিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া। তাঁরা জানান, ‘এই আন্দোলন চলবে। আমরা বিচার চাইছি।’ সভামঞ্চে দাঁড়িয়ে অভয়ার বাবা বলেন, ‘সিবিআই বলছে ৪ দিন পর আমরা মামলা পেয়েছি। ৪ দিনে সব প্রমাণ ধুয়ে মুছে দেওয়া হয়েছে। গত পরশু আমরা দিল্লি ও গতকাল সিবিআই অফিসে গিয়েছিলাম। ওরা ৯৩টা ফরেনসিক রিপোর্ট দিয়েছিল। এই ৯৩টা রিপোর্টে কী তথ্য লুকিয়ে রয়েছে তাঁরা সব জানেন। তবে তাঁরা চোখ বন্ধ করে আছেন। কিছু বলবেন না। সিবিআই ডিরেক্টর বলছেন, আমরা মামলা ছেড়ে দেব। সঞ্জয় রায় ছাড়া আর কেউ যুক্ত নন। কোথাও আঁতাত রয়েছে এটা স্পষ্ট।’ অভয়ার মায়ের কথায়, ‘আর জি করের মধ্যেই লুকিয়ে রয়েছে অপরাধীরা। তোতাপাখির মতো সিবিআইকে পড়িয়ে দেওয়া হয়েছে, সঞ্জয় ছাড়া কেউ নেই। কারা আমার মেয়েকে মারল এই রহস্য যতদিন না উদঘাটন হচ্ছে ততদিন আমরা লড়াই ছাড়ব না।’ আরজি কর কাণ্ডে ফের বিচারের দাবিতে রাজপথে নামেন জনতা। প্রশ্ন একটাই, ‘আর কবে বিচার হবে?’। মশাল মিছিল দিয়ে আন্দোলন শুরু করেন জুনিয়ার ডাক্তাররা।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের এক বছর। অথচ রাজ্য পুলিশ থেকে সিবিআই, এই ঘটনার পেছনে একমাত্র দোষী হিসেবে সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করে। বিচারের পর সাজা হয় সঞ্জয়ের। কিন্তু অভয়ার পরিবার সহ চিকিৎসকদের একটা বড় অংশের দাবি, এই ঘটনার পেছনে একাধিক ষড়যন্ত্রকারী রয়েছে। অভিযোগ, সেই ষড়যন্ত্রকারীরা এখনও অধরা। ফলে অভয়া বিচার পায়নি বলেই মত নাগরিক সমাজের একটা বড় অংশের।
আরও পড়ুন : বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে