Rose Valley-র টাকা ফেরত পাচ্ছেন সবাই ! বাড়ি বসে আবেদন করুন ? কিভাবে টাকা আসবে অ্যাকাউন্টে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

rose-valley-gautam-kundu-ed

Bangla News Dunia, Pallab : রোজভ্যালিতে (Rose Valley) টাকা রেখেছিলেন লাখ লাখ মানুষ। আর সেই টাকা খুইয়ে দিনের পর দিন চিন্তায় থাকা মানুষদের জন্য এবার ভাল খবর। কারণ রোজভ্যালির টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ৪৫০ কোটি টাকা ছেড়েছে বলে খবর। আপনি যদি টাকা পেতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন আর কিভাবে আপনার একাউন্টে টাকা আসবে তা আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো। ‌

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

Rose Valley Money Refund

যারা রোজভ্যালি কাণ্ডে চিট হয়েছিলেন এবার একে একে টাকা ফেরত পাবেন সবাই। মোট ৪৫০ কোটি টাকা ফেরত পাবেন সকল আমানতকারীরা এমনটাই জানা যাচ্ছে। খবর মিলছে যে, ওড়িশার বিশেষ পিএমএলএ (PMLA) আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রোজভ্যালির বাজেয়াপ্ত হওয়া ৩৩২.৭৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিট আর সঙ্গে সুদ-সহ ৪৫০ কোটি টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC)-র অ্যাকাউন্টে জমা দিতে হবে। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী যারা ক্ষুদ্র আমানতকারীদের তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে ধীরে ধীরে অর্থ ফেরত দেওয়া হবে।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

টাকা পেতে কোথায় আবেদন করবেন?

ইতিমধ্যে, রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য একটি ওয়েবসাইট চালু হয়েছে। সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন চালু করতে পারবেন আপনিও।আবেদন গ্রহণের জন্য চালু ওয়েবসাইটটি হল www.rosevalleyadc.com. এখানে সরাসরি আবেদন করতে পারবেন। এখনো পর্যন্ত এখানে ৩১ লক্ষ আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট ইডিকে নির্দেশ দিয়েছে ২২টি হোটেলের বর্তমান অবস্থা ও বিক্রির পরিকল্পনা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে। আর এখন রোজভ্যালির টাকা রিফান্ড নিয়ে জানা যাচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন