RRB Group D Recruitment 2026: ২২ হাজার শূন্যপদে রেলে গ্রুপ ডি নিয়োগ ২০২৬ – মাধ্যমিক পাশে দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

RRB Group D Recruitment 2026: চাকরি প্রার্থীদের জন্য সুখবর।  ভারতীয় রেলের তরফ থেকে ২২,০০০ শূন্যপদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরেই হতে চলেছে গ্রুপ ডি (RRB Group D Recruitment 2026) পরীক্ষার ফর্ম ফিলাপ বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলওয়ে গ্রুপ ডি (RRB Group D Level -1) পদের অনলাইন আবেদন শুরু হবে ২১/০১/২০২৬ তারিখ থেকে।  আর আবেদন জানানো যাবে ২০/০২/২০২৬ তারিখ পর্যন্ত। এছাড়াও সংক্ষিপ্ত নোটিশে জানানো হয়েছে, আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে ০১/০১/২০২৬ তারিখের নিরিখে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর বয়সের মধ্যে।  এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড়া থাকবে।

RRB Group D Education Qualification: রেলওয়ে গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতা – RRB গ্রুপ ডি পদের জন্য আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম দশম শ্রেণি (Class 10) পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ হতে হবে।  এছাড়াও ITI অথবা সমমানের কোনো যোগ্যতা, NCVT কর্তৃক প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকলে আবেদন জানানো যাবে।  বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আরও বিস্তারিত জানতে পারবেন।

RRB গ্রুপ ডি পদে নির্বাচিত চাকরি প্রার্থীদের ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন (CPC)–এর বেতন ম্যাট্রিক্সের লেভেল–১–এ অন্তর্ভুক্ত করা হবে।  এই অনুযায়ী প্রাথমিক মাসিক বেতন ন্যূনতম ১৮,০০০ টাকা থেকে শুরু হবে।  বিভিন্ন প্রকার ভাতা যুক্ত হওয়ার পর মোট মাসিক আয় প্রায় ৩৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।  তবে চূড়ান্ত বেতনের পরিমাণ নির্ভর করবে সংশ্লিষ্ট পদের ধরন, প্রাপ্য ভাতা এবং কর্মস্থলের অবস্থানের উপর।

RRB Group D পদে আবেদন করতে হবে অনলাইনে, এরজন্য www.rrbapply.gov.in এই অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন জানাতে হবে।  আবেদনের লিঙ্কটি সক্রিয় হবে ২২/০১/২০২৬ তারিখে।  উক্ত তারিখে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের Railway Recruitment Board এর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন জানাতে হবে।  বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা Md 360 News পোর্টালে আপডেট জানিয়ে দিবো।  এছাড়া RRB এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করে নোটিশ প্রকাশিত হলে তা জানতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন