SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

SBI Instant Loan, state bank

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় স্টেট ব্যাংকের (SBI Amrit Vristi FD) তরফে তাদের সকল গ্রাহকদের জন্য দারুণ অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আসা হয়েছে যেখানে বিনিয়োগ করলে গ্রাহকরা ভালো পরিমাণ সুদ পাবেন। যত দিন এগোচ্ছে তত জিনিস পত্রের দাম বাড়ছে! মুল্য বৃদ্ধির বাজারে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে মানুষের পক্ষে। ভবিষ্যতে জিনিস পত্রের দাম আরও বাড়বে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

SBI Amrit Kalash 2025

তাই ভবিষ্যতে যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য মানুষ এখন থেকেই সঞ্চয় করা শুরু করেছে। কেউ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করে কেউ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে। তবে এতো সব বিনিয়োগ মাধ্যমের মধ্যে ফিক্সড ডিপোজিট স্কিম সব থেকে সুরক্ষিত এতে কোনো ঝুকির সম্ভাবনা থাকে না বললেই চলে!

আরও পড়ুন:- রান্নার গ্যাসে ভর্তুকি একেবারে বন্ধ হচ্ছে! ভর্তুকি পেতে হলে আজই এই কাজ সেরে নিন

স্টেট ব্যাংক অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট

দেশের সব থেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে, এই স্কীমের মেয়াদ 444 দিন। গত বছরের জুলাই মাসে এই স্কীম লঞ্চ করা হয়েছে স্টেট ব্যাংকের তরফে। আপনারা যারা ভাবছেন এই স্কীমে বিনিয়োগ করবেন তারা বিনিয়োগ করতে পারবেন।

FD Scheme for Senior Citizens

অমৃত বৃষ্টি এফডি স্কীম বিশেষ ভাবে উপকৃত করতে চলেছে প্রবীণ নাগরিকদের। 444 দিনের অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করলে 7.25 শতাংশ সুদ পাবে সাধারন নাগরিকরা আর প্রবীণ নাগরিকরা এই স্কীমে বিনিয়োগ করলে সুদ পাবেন বার্ষিক 7.75 শতাংশ। এই স্কীমে আপনারা 1000 টাকা থেকে বিনিয়োগ করা শুরু করতে পারবেন এবং এই স্কীমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই।

অভ্যন্তরীণ এবং অনাবাসি ভারতীয় উভয় এখানে বিনিয়োগ করতে পারবেন। হঠাৎ কোনো বিপদ এলে আপনারা নির্দিষ্ট সময়ের আগেই কিছু জরিমানা দিয়ে টাকা তুলতে পারবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে জরিমানা বাবদ দিতে হবে 0.50 শতাংশ, 5 লক্ষ টাকার উপরে কিন্তু 3 কোটি টাকার কম অর্থের ক্ষেত্রে জরিমানা দিতে হবে 1 শতাংশ। আপনারা বিভিন্ন ভাবে এই স্কীমে বিনিয়োগ করতে পারবেন।

অফলাইনের মাধ্যমে ব্যাংকে গিয়ে আবেদনপত্র পূরণ করে বিনিয়োগ করা শুরু করতে পারবেন, আবার অনলাইনের মাধ্যমে SBI Net Banking, YONO SBI, YONO Lite এর মাধ্যমে আপনারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আর আমাদের কাজ শুধুমাত্র গ্রাহকদের সঠিক তথ্য প্রদান করা, কিন্তু যে কোন ধরণের বিনিয়োগ করার জন্য আপনাদের উচিত আগের থেকে সেই সম্পর্কে জেনে নেওয়া এবং সকল কিছু বুঝে নেওয়ার মাধ্যমে বিনিয়োগ করা।

আরও পড়ুন:- মুর্শিদাবাদ-ভাঙড় হিংসায় বাংলাদেশি জিহাদিদের হাত, রিপোর্ট কেন্দ্রের

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন