SBI – এর বিভিন্ন শাখায় বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি ,আজই আবেদন করুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangal News Dunia, অজয় দাস :- আপনি যদি একজন চাকরি প্রার্থী হন আর যদি চাকরি খুঁজে থাকেন তবে। স্টেট ব্যাঙ্ক আপনার জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। আপনি যদি স্টেট ব্যাঙ্কে চাকরি করতে আগ্রহী হন তবে নিচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ুন।

পোষ্ট নাম :- প্রবেশনারি অফিসার ( probationary officer )

নিয়োগকারী সংস্থা :- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State bank of India )

কর্মস্থান :- সমগ্র ভারত ( All over India )

শিক্ষাগত যোগ্যতা :- সরকার স্বীকৃত বিশবিদ্যালয় থেকে স্নাতক পাশ। ( Graduation )

জাতীয়তা :- আপনাকে ভারতীয় হতে হবে।

বয়সসীমা :- আপনার বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। ০১/০৪/২০২০ পর্যন্ত বয়সসীমা ৩০ এর মধ্যে হতে হবে।

আবেদন মূল্য :- GEN/EWS/OBC -750/-

SC/ST/PWD – FREE

নির্বাচন পদ্ধতি :- ১. Preliminary online examination

2.Main online examination

3. Descriptive test.

4. Interview.

পোষ্ট ( Vacancy ) :– GEN – 810 , EWS – 200 , SC – 300 , ST – 150 , OBC – 540 .

TOTAL VACANCY – 2000

আরো পড়ুন :- কেন্দ্রীয় সরকারের SSC-র মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন