SBI-র দারুণ স্কিম ! ঘরে বসে প্রতিমাসে পান কড়কড়ে নোট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

sbi bank

Bangla News Dunia, Pallab : সঠিক মাধ্যমে বিনিয়োগ করতে না পারলে অর্থের বৃদ্ধি ঘটবে না। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদা বিশ্বাসযোগ্য প্রকল্পে অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে দেশে একাধিক বিনিয়োগের মাধ্যম রয়েছে সেখানে চাইলেই সকলে বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগের ক্ষেত্রে সকলের চাই ঝুঁকিমুক্ত এবং উচ্চ হার অর্থ বৃদ্ধির প্রকল্প। একাধিক বিমা সংস্থা উচ্চ হারে অর্থ বৃদ্ধি ঘটলেও যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাই আপনারা যদি ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান তাহলে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এই প্রকল্পে আবেদন জানাতে পারেন।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

এই প্রকল্পের মাধ্যমে অর্থ বিনিয়োগ করে থাকলে আপনারা প্রতিমাসে বিপুল পরিমাণে অর্থ রিটার্ন হিসেবে পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জনপ্রিয় এই নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তাই যারা অর্থ বিনিয়োগের নিরাপদ মাধ্যম খুঁজছেন তাদের জন্য প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

ভারতবর্ষের একাধিক ব্যাংকের শাখায় এফডি এবং আরডি-এর পাশাপাশি অনেক ধরণের স্কিম প্রচলিত রয়েছে। এই স্কিন গুলিতে বিনিয়োগ করে ভাল মুনাফা পেতে পারেন বিনিয়োগকারী। তবে বর্তমানে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে অ্যানুইটি ডিপোজিট স্কিমে বিনিয়োগের সুযোগ প্রদান করা হয়েছে। তাই যাঁরা সম্প্রতি অবসর নিয়েছেন এবং অবসর গ্রহণের পর প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ আয় করতে চান, তাঁদের জন্য অ্যানুইটি ডিপোজিট স্কিম আদর্শ।

এই স্কিমে টাকা বিনিয়োগ করে গ্যারান্টেড নির্দিষ্ট পরিমাণে অর্থ আয় করতে পারবেন। যার সাহায্যে অবসর গ্রহণের পরবর্তী জীবন সুন্দরভাবে কাটাতে পারবেন। অ্যানুইটি ডিপোজিট স্কিমে এককালীন নির্দিষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হয়, পরবর্তীকালে এই বিনোককারী অর্থের উপর থেকে নির্দিষ্ট পরিমাণে টাকা সুদ হিসেবে বিনিয়োগকারীদের প্রদান করা হয়।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

এই স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীরা নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। যার সর্বোচ্চ কোন সীমা নেই। এই প্রকল্পে ৩৬, ৬০, ৮৪, ১২০ মাসের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। টাকা জমা করার পরের মাস থেকে নির্দিষ্ট দিনে টাকা পেতে শুরু করেন বিনিয়োগকারী। শুধু তাই নয়, এর বিপরীতে ঋণও পাওয়া যায়। অ্যানুইটির অবশিষ্ট টাকার ৭৫ শতাংশ পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারেন বিনিয়োগকারী। এই প্রকল্পটি যেহেতু ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত তাই এই স্কিমের মাধ্যমে অর্থ বিনিয়োগের ঝুঁকি যথেষ্ট কম রয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন