SBI হোক আর UCO, RBI-র এক সিদ্ধান্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কমবে টাকা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : কেন্দ্রের বাজেট পেশের পরই ফেব্রুয়ারির 7 তারিখ 25 বেসিস রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। সূত্রের খবর, আগে যেখানে রেপো রেট ছিল 6.50, RBI-এর সিদ্ধান্তে অবশেষে সেই অঙ্কটা কমে দাঁড়িয়েছে 6.25 শতাংশে। স্বভাবতই, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট অর্থাৎ অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে রিজার্ভ ব্যাঙ্কের আমদানি করা সুদের হার কমায় ব্যাঙ্কের লোনের ক্ষেত্রে সুদের বোঝা কমবে গ্রাহকদের।

এমতবস্থায়, রেপো রেট কমার সাথে সাথেই নাকি সেভিংস অ্যাকাউন্টের (Savings Account) সুদের হার কমায় ভারতের বিভিন্ন ব্যাঙ্ক। যদিও রিপোর্ট বলছে, রেপো রেটের সাথে সেভিংস অ্যাকাউন্টের সুদ কমার কোনও সম্পর্ক নেই। তবে ব্যাঙ্কগুলি নিজেদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতেই গ্রাহকদের সঞ্চিত অর্থের ওপর সুদের হার হ্রাস করে। চলুন জেনে নেওয়া যাক, রেপো রেট কমার পর এখন কোন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদ কত চলছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

SBI-র সেভিংস সুদ

ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় গ্রাহকদের অনেকটাই কম সুদ দেয়। সেক্ষেত্রে বলে রাখি, 15 জানুয়ারি, 2025 অনুযায়ী, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 2.70 শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে গ্রাহকদের। যেই অঙ্কটা 10 কোটির ক্ষেত্রে 3.00 শতাংশ গিয়ে দাঁড়ায়।

ICICI ব্যাঙ্ক

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক ICICI-র ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্কটি তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 50 লাখের কম ব্যালান্স থাকলে 3 শতাংশ ও 50 লাখের বেশি ব্যালান্স থাকলে 3.50 শতাংশ বার্ষিক সুদ প্রদান করে।

HDFC ব্যাঙ্ক

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, HDFC ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ICICI-র মতোই সুদ প্রদান করে। রিপোর্ট বলছে, 50 লাখের ক্ষেত্রে 3 শতাংশ এবং 50 লাখের বেশি ব্যালান্স থাকলে 3.50 শতাংশ বার্ষিক সুদ প্রদান করে HDFC।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

PNB

ভারতের অন্যতম ভরসাযোগ্য ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনালের ক্ষেত্রে 2023 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের 10 লক্ষ টাকার কম থাকলে 2.70 শতাংশ সুদ ও 10 লক্ষ থেকে 10 কোটি বা তার বেশি থাকলে 2.75 শতাংশ বার্ষিক সুদ প্রদান করে।

Bank Of Baroda

2025 সালের জানুয়ারির তথ্য মারফত খবর, ভারতের জনপ্রিয় ব্যাঙ্ক Bank Of Baroda তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে 2.75 শতাংশ সুদ প্রদান করে। তবে সঞ্চিত অর্থের পরিমাণ যদি 50 কোটির বেশি হয় তবে সেক্ষেত্রে 3 শতাংশ সুদ দেয় এই ব্যাঙ্ক।

Kotak Mahindra Bank

অর্থনীতি সংক্রান্ত বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে, ভারতের কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে সবচেয়ে বেশি সুখ দেয়। বলে রাখি এই ব্যাঙ্ক তাদের সকল সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের অর্থের ওপর 3 শতাংশ সুদ প্রদান করে। তবে ব্যাঙ্ক ব্যালেন্স যদি 50 লাখের বেশি হয় সেক্ষেত্রে 3.50 শতাংশ সুদ পান কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রাহকরা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন