SBI JanNivesh SIP: মাসে ২৫০ টাকা বিনিয়োগেই ১৭ লক্ষ টাকা রিটার্ন! গ্রাম থেকে শহর সবার জন্য এই স্কিম – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

বিনিয়োগ করতে কমবেশি সবাই চায়। তবে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অনেকে ব্যাংকে টাকা রাখেন, আবার অনেকে সোনা কেনেন। তবে আজকালকার যুগে যদি একটু বুদ্ধিমত্তা দিয়ে বিনিয়োগ করা যায়, তাহলে সন্তান কোটিপতি হয়ে উঠতে পারে, তাও মাত্র মাসে ২৫০ টাকা খরচ করে। আসলে এমনই সুযোগ দিচ্ছে এসবিআই-এর JanNivesh SIP স্কিম।

ছোট বিনিয়োগেই বড় ভবিষ্যৎ

বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ডে এসআইপি বিনিয়োগ অনেকের কাছে সুরক্ষিত আর নিয়মিত সঞ্চয়ের সহজ উপায় বলতে পারেন। মাত্র কয়েকশো টাকা থেকেই বড় অংকের তহবিল তৈরি করা যায়। এটাই হলো এসআইপি-এর আসল শক্তি। আর JanNivesh SIP সেখানে এই ধারণাকে আরও সহজ করে তুলছে।

জানা যাচ্ছে, এই স্কিমে আপনি মাত্র ২৫০ টাকা জমা করেই সন্তানের নামে এসআইপি শুরু করতে পারবেন। আর এর পুরো বিনিয়োগ SBI Balanced Advantage Fund এর মাধ্যমেই চলবে, যা স্টক মার্কেট এবং ডেট, দু’জায়গাতেই বিনিয়োগ করে। অর্থাৎ, ঝুঁকি কম, কিন্তু রিটার্ন পাওয়ার চান্স সবথেকে বেশি।

গ্রাম থেকে শহর, সবার জন্যই এই স্কিম 

বলাবাহুল্য, এসবিআই মিউচুয়াল ফান্ড এবং এসবিআই যৌথভাবেই এই JanNivesh SIP তৈরি করেছে। বিশেষ করে গ্রামাঞ্চল বা ছোট ছোট শহরের সেই সমস্ত পরিবারগুলির কথা মাথায় রেখেই এই পরিকল্পনা, যারা প্রথমবার বিনিয়োগ করতে চান বা যাদের সঞ্চয়ের পরিমাণ খুব একটা বেশি নেই। এক্ষেত্রে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক এসআইপির সুবিধা রয়েছে।

২৫০ টাকা বিনিয়োগ করেই ১৭ লক্ষ টাকা 

এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, ২৫০ টাকা জমা করলে কীভাবে ১৭.৩০ লক্ষ টাকা পাওয়া যায়? আসলে ৩০ বছর ধরে যদি আপনি ২৫০ টাকা করে প্রতি মাসে জমা করেন, তাহলে মোট ৯০ হাজার টাকা জমা পড়বে। সেক্ষেত্রে বছরে ১৫% রিটার্ন ধরলে আপনার ফান্ড আসবে ১৭.৩০ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ লেবার কার্ড থাকলেই মাসে মিলছে ২০০০ টাকা! কীভাবে বানাবেন? কী কী কাগজ লাগবে, জানুন

তবে যদি আপনি এই বিনিয়োগ ৪০ বছর চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার ফান্ডের পরিমাণ দাঁড়াবে ৭৮ লক্ষ টাকার কাছাকাছি। মানে ভাবতে পারছেন? আর এই টাকা ভবিষ্যতে সন্তানের উচ্চশিক্ষা, বিদেশে পড়ার স্বপ্ন, বিয়ের খরচ, এমনকি বাড়ি-গাড়ি বা ছোট ব্যবসার জন্য হতে পারে একমাত্র হাতিয়ার।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন