SBI New Charges: এসবিআই গ্রাহকদের জন্য জরুরি খবর! ১৫ ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে টাকা পাঠানোর নিয়ম, জানুন নতুন চার্জ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SBI New Charges: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনি যদি নিয়মিত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে টাকা লেনদেন করেন, তবে এই খবরটি আপনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্যাঙ্কের পক্ষ থেকে আইএমপিএস (IMPS) বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের নিয়ম এবং খরচের কাঠামোতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।

মূলত ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমরা অনেকেই ছোটখাটো পেমেন্টের জন্য আইএমপিএস-এর ওপর ভরসা করি। কিন্তু এবার বড় অঙ্কের টাকা অনলাইনে পাঠাতে গেলে আপনাকে অতিরিক্ত মাশুল গুণতে হতে পারে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে এবং কোন স্ল্যাবে কত টাকা চার্জ দিতে হবে।

নতুন নিয়ম কবে থেকে কার্যকর হচ্ছে?

এসবিআই-এর ঘোষণা অনুযায়ী, এই নতুন চার্জ বা সার্ভিস রুলস আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ, আপনি ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত পুরনো নিয়মেই টাকা লেনদেন করতে পারবেন। এই নির্দিষ্ট তারিখের পর থেকে অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে নতুন রেট প্রযোজ্য হবে।

অনলাইনে টাকা পাঠানোর নতুন খরচ

ব্যাঙ্ক অনলাইনের মাধ্যমে টাকা পাঠানোর জন্য খরচের একটি নতুন তালিকা বা স্ল্যাব তৈরি করেছে। স্বস্তির খবর হলো, ছোট লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ ২৫,০০০ টাকা পর্যন্ত টাকা পাঠাতে কোনো চার্জ লাগবে না। এটি আগের মতোই বিনামূল্যে থাকছে। তবে টাকার অঙ্ক এর বেশি হলেই পকেট হালকা হতে পারে।

ডিজিটাল মাধ্যমে (নেট ব্যাঙ্কিং/YONO) আইএমপিএস চার্জের তালিকা:

লেনদেনের পরিমাণ নতুন চার্জ (GST অতিরিক্ত)
২৫,০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে (NIL)
২৫,০০০ টাকার বেশি থেকে ১ লক্ষ টাকা ২ টাকা + GST
১ লক্ষ টাকার বেশি থেকে ২ লক্ষ টাকা ৬ টাকা + GST
২ লক্ষ টাকার বেশি থেকে ৫ লক্ষ টাকা ১০ টাকা + GST

ব্যাঙ্কে গিয়ে টাকা পাঠালে কী হবে?

যারা এখনও ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত নন এবং ব্যাঙ্কের শাখায় গিয়ে লাইনে দাঁড়িয়ে আইএমপিএস করতে পছন্দ করেন, তাঁদের জন্য নিয়মে কোনো পরিবর্তন নেই। তবে মনে রাখবেন, অনলাইনে চার্জ বাড়লেও তা ব্রাঞ্চের চার্জের তুলনায় এখনও সস্তা। ব্যাঙ্কের শাখায় ১,০০০ টাকা পর্যন্ত লেনদেন ফ্রি হলেও, ১,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে ২ টাকা প্লাস জিএসটি লাগে। আর ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার বড় লেনদেনের ক্ষেত্রে শাখায় ২০ টাকা প্লাস জিএসটি দিতে হয়। অর্থাৎ, ব্যাঙ্ক পরোক্ষভাবে গ্রাহকদের ডিজিটাল মাধ্যম ব্যবহারে উৎসাহিত করছে।

কাদের কোনো চার্জ লাগবে না?

এসবিআই কিছু বিশেষ গ্রাহককে এই বর্ধিত চার্জের আওতা থেকে মুক্তি দিয়েছে। যদি আপনার স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট থাকে (যেমন- DSP, PMSP, ICSP, CGSP, PSP, RSP), তবে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এছাড়া, ‘শৌর্য ফ্যামিলি পেনশন অ্যাকাউন্ট’ এবং ‘এসবিআই রিস্তে ফ্যামিলি সেভিংস অ্যাকাউন্ট’-এর গ্রাহকদের জন্যও এই লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত রাখা হয়েছে।

সতর্কতা ও লেনদেনের সীমা

আইএমপিএস ব্যবস্থার মাধ্যমে আপনি দিনে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারেন। যেহেতু এই পদ্ধতিতে টাকা মুহূর্তের মধ্যে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে জমা হয়ে যায়, তাই একবার টাকা বেরিয়ে গেলে তা ফেরত আনা প্রায় অসম্ভব। তাই টাকা পাঠানোর আগে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি (IFSC) কোড বারবার যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন