অনলাইন কাজে লক্ষী লাভ সাইবার সিকিওরিটি সংস্থাগুলির

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , S. Datta Roy  :-   করোনার সংক্রমণ ঠেকাতে গত ২ মাস ধরেই সারাদেশে সব কিছু বন্ধ। এই অবস্থায় বহু সংস্থাই অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম সিস্টেমে কাজ চালিয়ে যাচ্ছে। কয়েকজন অফিসের কম্পিউটার পেলেও বেশিরভাগই নিজের কম্পিউটার বা ল্যাপটপে কাজ করছে। আর এই সুযোগটাই নিচ্ছে সাইবার হ্যাকাররা। অফিসের কম্পিউটারের মতো বাড়ির কম্পিউটারের সিকিওরিটি ব্যবস্থা অত পাকাপোক্ত না হওয়ায় অফিসের কনফিডেন্সিয়াল ডকুমেন্টস হাতিয়ে নিতে পারে তারা। বিশেষজ্ঞরা মনে করছেন -এর জন্য বহু সংস্থাই সাইবার সিকিওরিটি সংক্রান্ত সমস্ত দায়িত্ব আউটসোর্সিং করবে।

বাড়িতে বসে কাজ করলেও  কর্মীদের যাতে নিরাপত্তা বজায় থাকে তার ব্যবস্থা করবে সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার। পিডব্লিউসি এক রিপোর্টে জানিয়েছিল -২০১৯ সালে ভারতে সাইবার সিকিওরিটির বাজার ছিল ১৯৭ কোটি মার্কিন ডলার আর ২০২২ সালে তা পৌঁছাবে ৩০৫ কোটি মার্কিন ডলারে।

কলকাতায় ইতিমধ্যেই পিডব্লিউসি সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার চালু করেছে। সল্টলেকের sector V -এ চালু হতে চলেছে প্র্যাকসিসের সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার। রাজ্য সরকারও সব দপ্তর ও রাজ্য সরকারি সংস্থাগুলিকে এক ছাতার নিচে সাইবার সিকিওরিটি পরিষেবা দিতে sector V -এর মনিভাণ্ডারে সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার তৈরী করেছে।

অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম সিস্টেমে কাজ শুরু হওয়ার পরে ভারতে সাইবার এটাক প্রায় ১৩০% বেড়ে গেছে। সাইবার সিকিওরিটি ক্ষেত্রের চাহিদা বেড়ে যাওয়ায় সাইবার সিকিওরিটি সংস্থাগুলির লক্ষীলাভ ভালো হবে বলেই আশা।

Highlights

১.  কম্পিউটারের মতো বাড়ির কম্পিউটারের সিকিওরিটি ব্যবস্থা অত পাকাপোক্ত না হওয়ায় অফিসের কনফিডেন্সিয়াল ডকুমেন্টস হাতিয়ে নিতে পারে তারা।

২.  কলকাতায় ইতিমধ্যেই পিডব্লিউসি সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার চালু করেছে।

৩.  রাজ্য সরকারও সব দপ্তর ও রাজ্য সরকারি সংস্থাগুলিকে এক ছাতার নিচে সাইবার সিকিওরিটি পরিষেবা দিতে sector V -এর মনিভাণ্ডারে সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার তৈরী করেছে। 

#   পশ্চিমবঙ্গ     #   অনলাইন জব     #  সাইবার সিকিওরিটি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন