আগামী ২৪ জুন রাতের আকাশে দেখবেন স্ট্রবেরি মুন ! জানুন এর সময় ও গুরুত্ব

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-কয়েকদিন আগে একটি সুপারমুন দেখে ছিলাম। সেটি ছিল ব্লাডমুন বা রক্তবর্ন চন্দ্র। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পরে হয় সূর্যগ্রহণ। আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা। আগামী ২৪ জুন বৃহস্পতিবার পৃথিবীবাসী সাক্ষী থাকবে বছরের শেষ সুপারমুনের। চাঁদ স্ট্রবেরির মতো লাল বর্ণ ধারণ করবে বলে একে স্ট্রবেরি মুনও বলা হয়।

চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কমে যাওয়ায় অন্য দিনের তুলনায় পৃথিবী থেকে চাঁদকে অনেক বড় দেখাবে। সেই কারণেই এর নাম সুপারমুন। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লক্ষ ১০ হাজার কিলোমিটারের আশপাশে থাকে। কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লক্ষ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে চলে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। চাঁদ বড় দেখায়।

কেন স্ট্রবেরি মুন নাম?

পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে, তখন হয় চন্দ্রগ্রহণ। এই সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছে যায়। তাই পূর্ণ গ্রহণের সময় চাঁদ লাল রঙের লাগে। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে।

solar-eclipse

তবে মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মরশুমে স্ট্রবেরি চাষ করে। সেই কারণে এই সময়ের সুপারমুনকে তাঁরা স্ট্রবেরি মুন বলে থাকেন। পৃথিবীর অন্য অনেক জায়গাতেই এই সুপারমুনের অন্য নাম রয়েছে।

আগামী ২৪ জুন রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টো ৩৫ মিনিট পর্যন্ত। ভারত থেকে স্ট্রবেরি মুন দেখতে পাওয়ার সম্ভাবনা কম। কারণ আমাদের দেশে সেদিন চন্দ্রোদয় হবে রাত ১১.৩০ নাগাদ। যতক্ষণে চাঁদ মধ্য গগনে উঠবে, ততক্ষণে এই দৃশ্য শেষ হয়ে যাবে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন