Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হচ্ছে আজ অর্থাৎ ২৬ তারিখ। এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বলে জানা গেছে। এটি পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকায় দেখা যাবে। এছাড়া আটলান্টিক ও ভারত মহাসাগর এর বেশ কিছু অঞ্চলেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভারতীয় সময় অনুসারে দুপুর ৩:৪৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং রাত ৭:৫১ মিনিট অবধি চলবে এই গ্রহণ। পশ্চিম বাংলার কিছু অংশে, ওডিশার কিছু অংশ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে অল্প কিছু সময়ের জন্য দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতে চাঁদ উদয় হওয়ার ঠিক কিছুক্ষণ পরে গ্রহণের আংশিক সমাপ্তি হবে। পশ্চিমবঙ্গ ও ওডিশাতে ইয়াসের কারণে এই গ্রহণ দেখার সম্ভাবনা খুবই কম।
গ্রহণ আংশিকভাবে শুরু হবে ভারতীয় সময় অনুসারে ৩:৪৫ মিনিট থেকে এবং সন্ধেবেলা ৬:২৩ মিনিট অবধি। ভারতের বাইরে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর ও হিন্দ মহাসাগর এর বেশ কিছু অংশে দেখা যাবে। সুপারমুন দেখা যাবে এবং সেই চাঁদ একেবারে রক্তের মতো লাল রঙের হবে। বৈজ্ঞানিকরা বলছেন যে এটিকে সুপার লুনার ইভেন্ট বলা যায়।
পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে এলে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ সর্বদাই পূর্ণিমার রাতে দেখা যায়। সর্বাপেক্ষা তিনবার এই চন্দ্রগ্রহণ দেখা যায়। ভারতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে আগরতলা, আইজল, কলকাতা, চেরাপুঞ্জি, কোচবিহার, ডায়মন্ডহারবার, দীঘা, গুয়াহাটি, ইম্ফল, মালদা, ইটানগর, লুমডিং, উত্তর লখিমপুর, পুরি, শিলচর থেকে।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “
বিশেষ বিজ্ঞপ্তি :– সারা দেশ জুড়ে অব্যাহত করোনা সংক্রমন। এই অবস্থায় সবার কাছে অনুরোধ সবাই মাস্ক ব্যবহার করুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন। সময় মতো ভ্যাকসিন নিন আর সুস্থ থাকুন।