Bangla News Dunia : S. Datta Roy – আগামী 5 জুন ভারতের আকাশে দেখা যাবে 2020 সালের 2 য় চন্দ্রগ্রহন। এর আগে এই বছরের শুরুতে আরেকবার চন্দ্রগ্রহন হয়েছিল।এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া থেকে এই চন্দ্রগ্রহন দেখা যাবে।
2020 সালে আমাদের দেশে 4 টি আংশিক চন্দ্রগ্রহন দেখা যাবে। প্রথমটা 10-11 জানুয়ারি রাতে, 2য় টা 5-6 জুন রাতে, 3য় টা 4-5 জুলাই রাতে এবং 4 র্থ টা 29-30 নভেম্বর রাতে।এই চন্দ্রগ্রহনের সময় 57% চাঁদ পৃথিবীর কলম্বে প্রবেশ করবে।চাঁদ যেহেতু উপছায়ার মধ্যে প্রবেশ করবে তাই এই চন্দ্রগ্রহন দেখতে কিছুটা অসুবিধা হবে।
5 জুন রাত 11 টা 15 মিনিট থেকে এই চন্দ্রগ্রহন শুরু হবে।আর 6 জুন রাত 2 টো বেজে 34 মিনিট অবধি এই গ্রহন চলবে। রাত 12 টা বেজে 54 মিনিটে এই গ্রহনের পূর্ণাঙ্গ রূপ দেখা যাবে। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখনই চন্দ্রগ্রহন হয়। আর তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। তখন চাঁদকে পৃথিবীর একটা অংশ থেকে আর দেখা যায় না।আংশিক চন্দ্রগ্রহনকেই বলা হয় কলম্বাল চন্দ্রগ্রহন।স্কাই এন্ড টেলিস্কোপের একটি প্রতিবেদন থেকে জানা যায় — পৃথিবীর উপচ্ছায়ার বাইরের দিকটা খুব ফ্যাকাশে হওয়ায় গ্রহনের সময় চাঁদের খেয়ে যাওয়া অংশটা ভালো মতো বোঝা যায় না।
Highlights
1. আগমী 5 জুন ভারতে চন্দ্রগ্রহন দেখা যাবে।
2. এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া থেকেও এই চন্দ্রগ্রহন দেখা যাবে।
3. 5 জুন রাত 11 টা 15 থেকে 6 জুন রাত 2 টো 34 মিনিট অবদি এই গ্রহন চলবে।
# চন্দ্রগ্রহন # ভারত # টেলিস্কোপ