Bangla news dunia, জয় রায় :- সারা বিশ্ব যখন ঘর বন্ধি ঠিক তখনই আমেরিকার স্পেস এজেন্সী নাসা দ্বিতীয় পৃথিবীর খোঁজ দিলো। আগে ও নাসার তরফ থেকে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন করা যায় কিনা তা নিয়ে প্রচুর কাজ করা হয়েছে এবং বর্তমানেও করা হচ্ছে। আমেরিকার একটি বেসরকারি স্পেস এজেন্সী SpaceX – মঙ্গল গ্রহে মানুষ পাঠাবার জন্য সমস্ত কাজ করতে শুরু করেছে। এমনকি তারা প্রথম যাদের মঙ্গল গ্রহে পাঠাবে তাদের চিন্তিত করেছে।
[ আরো পড়ুন :- বাজারে এলো আইফোন এসই ২ ]
বর্তমানে করোনায় সারা বিশ্ব যখন আতঙ্কিত ঠিক তখনই যদি এমন একটি গ্রহ থাকতো যেখানে গিয়ে মানুষ কিছুদিন থাকতে পারতো তা হলে ভালোই হতো। তবে বর্তমানে এটা ভাবা উচিত নয়। বর্তমানে এমনটা সম্বভ নয়। হয়তো অদূর ভবিষ্যতে সেটা সম্বভ হতে পারে।
নাসার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে , তাদের কেপলার টেলিস্কোপের মাধ্যমে একটি নতুন গ্রহের সন্ধান মিলেছে। যার সাথে পৃথিবীর অনেক মিল আছে। নাসার গবেষকরা জানান এই গ্রহটিতে রয়েছে হ্যাবিটেবল জোন। হ্যাবিটেবল জোন হলো পাথুরে গ্রহের সেই অংশ যেখানে জল ধরে রাখার ক্ষমতা রয়েছে।
এই গ্রহটি পৃথিবীর থেকে ১.০৬ গুন বেশি বড়ো। নাসার তরফ থেকে এই গ্রহটির নাম দেওয়া হয়েছে। এই গ্রহটি পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার তরফ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত যত গ্রহ পৃথিবীর সাথে মিল খুঁজে পাওয়া গেছে তাদের মধ্যে এই গ্রহটির সাথে সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া গেছে। বিজ্ঞানীরা আরো জানান তাদের অনুমান পৃথিবীর তাপমাত্রার সাথে ওই গ্রহের তাপমাত্রার মিল রয়েছে।