করোনা সংক্রমণ এবার মস্তিষ্কেও হতে পারে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   এতদিন সবাই জানতো যে করোনা ভাইরাস শুধু মানব দেহের ফুসফুসে সংক্রমণ ঘটায় যে কারণে করোনা আক্রান্ত রুগীদের শাসকষ্টের সমস্যা হয় ,কিন্তু ২ টি গবেষণায় বিজ্ঞানীরা দাবি করলেন -করোনার  জন্য মানুষের শরীরের নিউরোপাইলিন ১ যার সঙ্গে জোটবদ্ধ হয়ে মাথায় পৌঁছে যাচ্ছে করোনার সংক্রমণ। করোনা আক্রান্তরা যাদের গন্ধ হারানোর উপসর্গ আছে এটাই তার কারণ। তবে গবেষণায় দেখা গেছে এন্টিবডি ব্যবহার করে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব। সার্স কোভ মানুষের দেহে কিভাবে ছড়িয়ে পরে সেটা জানতে পারলেই ভাইরাসের বংশবিস্তার ঠেকানো যাবে।

সম্প্রতি প্রকাশিত ২ টি গবেষণায় জানা গেছে -স্পাইক প্রোটিনের একটি ডোমেইন এস ১ মানুষের দেহে নিউরোপাইলিন ১ -এর সঙ্গে জোট বেঁধে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে। ইঁদুরের ওপর পরীক্ষা করেও মস্তিষ্কের টিসুতে সংক্রমণ দেখা গেছে। ২ টি গবেষণার একটি হয়েছে ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটিতে আর অন্যটি হয়েছে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখে। এই গবেষণায় দেখানো হয়েছে -এস ১ ডোমেইন ও এনআরপি ১ এবং এনআরপি ২ -এর সাথে বাইন্ড করে।

তবে নিউরোপাইলিনকে আটকাতে পারলে সংক্রমণও কিছুটা ঠেকানো যাবে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এডুকেশন এন্ড রিসার্চ -এর বায়োলজিক্যাল সাইন্স -এর এক অধ্যাপক বলেন -ভাইরাস একাধিক রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারে। সেগুলোকে চিহ্নিত করতে পারলে শরীরে প্রবেশ ঠেকানো যাবে। কৃত্তিমভাবে ওষুধ দিয়ে শরীরে এই এন্টিবডি দেওয়া যেতে পারে।

Highlights

১.  করোনা সংক্রমণ এবার মানুষের মস্তিষ্কেও হচ্ছে। 

২.  ইঁদুরের ওপর পরীক্ষা করেও মস্তিষ্কের টিসুতে সংক্রমণ দেখা গেছে।

৩.  নিউরোপাইলিনকে আটকাতে পারলে সংক্রমণও কিছুটা ঠেকানো যাবে।

করোনা সংক্রমণ    #  গবেষণা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন