গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: –  মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে জুন মাসেই পৃথিবীর দিকে তিনটি গ্রহাণু ধেয়ে আসছে। এই গ্রহাণুগুলির কোনও একটির সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে মানব সভ্যতার বড়সড় ক্ষতি হতে পারে।

প্রথম গ্রহাণুটির ৬ জুন পৃথিবীর দিকে ধেয়ে সম্ভবনা রয়েছে। শনিবার ভোর ৩টে ২০ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসে পৌঁছবে। পৃথিবী থেকে মাত্র ৫.০৯ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাওয়ার কথা এই গ্রহাণুটির। প্রথম গ্রহাণুটিকে Asteroid 2002 NN4 নামে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এটির ব্যাসার্ধ ৫৭০ মিটার। এর গতিবেগ ঘন্টায় ৪০,১৪০ কিলোমিটার।

এর পরে ৮ জুন বিকেল ৩.৪০ মিনিটে দ্বিতীয় গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসতে পারে। এই গ্রহাণুটিকে Asteroid 2013 XA22 হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ২.৯৩ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাবে এই গ্রহাণু। এর ব্যাসার্ধ ১৬০ মিটার এবং গতিবেগ ঘণ্টায় ২৪,০৫০ কিলোমিটার।

গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে

প্রায় এক দশক আগে তৃতীয় গ্রহাণুটির খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। এটিকে তারা Asteroid 2010 NY65 হিসেবে চিহ্নিত করেছেন। আগামী ২৪ জুন সকাল ৬.৪৪ মিনিটে পৃথিবীর গা ঘেঁসে যাওয়ার সম্ভবনা রয়েছে গ্রহাণুটির । পৃথিবী থেকে ৩.৭৬ মিলিয়ন দূর দিয়ে যাওয়ার কথা এটির। এর ব্যাসার্ধ ৩১০ মিটার। পৃথিবীর দিকে ঘণ্টায় ৪৬,৪০০ কিলোমিটার বেগে ছুটে আসছে এই গ্রহাণু।

এর আগে ফেব্রুয়ারী মাসে 163373 (2002 PZ39) নামে চিহ্নিত একটি বিশালাকায় গ্রহাণুর পৃথিবীর আছড়ে পড়ার খবর জানিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর অত্যন্ত কাছাকাছি আসতে পারে বলে জানিয়েছিলেন তারা।

এপ্রিল মাসেও প্রায় মাউন্ট এভারেস্টের আকারের এক অতিকায় গ্রহাণুর ধেয়ে আসার কথা জানিয়েছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় গ্রহ থেকে তার দূরত্ব থাকবে ৬৩ লক্ষ কিলোমিটার। জানা গিয়েছে, পৃথিবীর খুব কাছাকাছি এলেও ওই গ্রহাণুর দূরত্ব চাঁদ ও পৃথিবীর দূরত্বের থেকে প্রায় ১৬ গুণ বেশি।

Highlights

. জুন মাসেই পৃথিবীর দিকে তিনটি গ্রহাণু ধেয়ে আসছে

. প্রথম গ্রহাণুটির ৬ জুন পৃথিবীর দিকে ধেয়ে সম্ভবনা রয়েছে।

৩. এর পরে ৮ জুন বিকেল ৩.৪০ মিনিটে দ্বিতীয় গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসতে পারে

# Earth | # Asteroid

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন