চন্দ্রগ্রহণ ২০২০ : আসন্ন মহাজাগতিক ঘটনা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অভিজ্ঞতা দিয়ে বলা যায় ২০২০ সালটা ঘটনা বহুল হয়ে থাকবে। সারা বছরের অর্ধেক করোনার বিরুদ্ধে লড়াই করেই কেটে গেলো। তার মধ্যে বেশ কিছুবার দেখা মিললো বিরল মহাজাগতিক ঘটনার। আসন্ন সময়ে ৫ থেকে ৬ জুন দেখা যাবে চন্দ্রগ্রহণ ।

blood-moon-eclipse-moon-eclipse-night-sky-space-full-lunar-astronomy

উলেখ্য এই সময়ে পৃথিবীর ছায়া পড়বে চন্দ্রের উপর। তার জেরেই ঘটবে এই মহাজাগতিক ঘটনা। যার সাক্ষী থাকবে সারা বিশ্ববাসী। ৫ই জুন রাতের এই ঘটনা ঘিরে বিজ্ঞানী মহলে ব্যাপক কৌতুহল শুরু হয়ে গিয়েছে। আগামী ৫ থেকে ৬ জুন এই বিরল মহাজাগতিক ঘটনা এশিয়া থেকে দেখা যাবে।

chand

আরো জানা গেছে , এই চন্দ্র গ্রহণ আফ্রিকা , অস্ট্রেলিয়া , মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও দেখা যাবে। এছাড়াও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল থেকে এই চন্দ্র গ্রহণ দেখা যাবে। ও;উলেখ্য ৫ জুন রাত ১১ টা ১৫ মিনিট থেকে শুরু হবে এই গ্রহণের সময় কাল। আর তা শেষ হবে ৬ জুন ২ টা ৩৪ মিনিটে ।

অথাৎ রাতের আকাশে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ভারত থেকেও। তবে যদি রাতের আকাশ পরিষ্কার থাকে। পরবর্তী চন্দ্রগ্রহণ ঠিক তার এক মাস পরে। জুলাই মাসের ৪ ও ৫ তারিখে দেখা যাবে সেটি। তা নিউয়র্কের মতো শহর থেকে স্পষ্ট দেখা যাবে বলে দাবি বিজ্ঞানীদের।

Highlights

  • ২০২০ সালটা ঘটনা বহুল হয়ে থাকবে
  • আসন্ন সময়ে ৫ থেকে ৬ জুন দেখা যাবে চন্দ্রগ্রহণ
  • রাতের আকাশে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ভারত থেকেও
  • পরবর্তী চন্দ্রগ্রহণ ঠিক তার এক মাস পরে

# Astronomy #Lunar eclipse # Science

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন